thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

সরকারি কলেজ ও স্কুলে ৮,২৩০ শিক্ষক পদ শূন্য

২০১৩ নভেম্বর ০৪ ১৯:৩৯:১৬
সরকারি কলেজ ও স্কুলে ৮,২৩০ শিক্ষক পদ শূন্য

দিরিপোর্ট২৪প্রতিবেদক: সারাদেশে সরকারি কলেজ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৮ হাজার ২৩০ শিক্ষক পদ শূন্য রয়েছে। এর মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে ৩ হাজার ৪৭১টি ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ হাজার ৭৫১টি শিক্ষক পদ খালি আছে।

জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে সোমবার টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে পৃথক দুটি প্রশ্নের উত্তরে এ সব কথা জানান শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. মো. আফসারুল আমীন।

সরকার দলীয় সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বেগম ফরিদুন্নাহার লাইলীর এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, ‘সরকারি কলেজসমূহের শিক্ষক স্বল্পতা দূর করতে ৩২তম বিসিএস’র মাধ্যমে ৭শ ৪৭ জন প্রভাষক পর্যায়ের কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। ৩৩ ও ৩৪তম বিসেএস’র মাধ্যমে আরও নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে।’

সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদের এক প্রশ্নের উত্তরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমীন বলেন, ‘সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষক পদের সংখ্যা ২ লাখ ৫০ হাজার ৫৬৬টি। যার মধ্যে ৪১০টি প্রধান শিক্ষক পদ ও ৪ হাজার ৩৪৯টি সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে। ’

তিনি আরও জানান, ‘বর্তমান সরকারের আমলে ২৬ হাজার ১৯৩টি বিদ্যালয়কে জাতীয়করণ করায় ইতোমধ্যে ১ লাখ ১৪ হাজার ৬২৫টি শিক্ষক পদ সৃষ্টি হয়েছে। এ সব নতুন পদের বিপরীতে ইতোমধ্যে ১ লাখ ৩ হাজার ৮৪৫ জন শিক্ষক কর্মরত আছেন।’

মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার এক প্রশ্নের উত্তরে আফসারুল আমীন বলেন, ‘২০১৩ সাল থেকে সারাদেশে প্রতিটি উপজেলায় একটি মোট ৫০৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর পাঠদান কার্যক্রম চালু করা হয়েছে। আগামী বছর জানুয়ারি থেকে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে একটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণী খোলার পরিকল্পনা মন্ত্রণালয়ের রয়েছে।’

সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেন, ‘বর্তমান মহাজোট সরকারের চার বছরে শুধুমাত্র ২০১০ সালে ১ হাজার ৬২৪টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। এখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া গেলে পরবর্তী সময়ে অন্যান্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়টি যথাযথ গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।’

(দিরিপোর্ট২৪/আরএইচ/আইজেকে/এমডি/নভেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর