thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

সিএসই’র সাত স্বাধীন পরিচালক চূড়ান্ত

২০১৪ ফেব্রুয়ারি ১৩ ১৮:১৫:০৭
সিএসই’র সাত স্বাধীন পরিচালক চূড়ান্ত

দ্য রিপোর্ট প্রতিবেদক : ডিমিউচ্যুয়ালাইজেশন পরবর্তী চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাত স্বাধীন পরিচালকের নাম চূড়ান্ত করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। কমিশনের ৫০৯তম জরুরি সভায় ১৪ জনের মধ্য থেকে সাতজনকে চূড়ান্ত করা হয়েছে। ইতোমধ্যে চূড়ান্ত স্বাধীন পরিচালকের তালিকা সিএসইতে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাজিদ হোসেন।

জানা গেছে, বিএসইসি’র চূড়ান্ত অনুমোদন দেওয়া সাতজনের মধ্যে পাঁচজন সিএসই’র দাখিলকৃত প্রথম ১৪ জনের তালিকায় রয়েছেন। এরা হলেন- বিজিএমইএ-এর সাবেক প্রথম সহ-সভাপতি নাসিরউদ্দিন চৌধুরী, বিজিএমইএ-এর সাবেক সভাপতি সফিউল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আইয়ুব ইসলাম ও আইসিএবি’র সভাপতি শওকত হোসেন।

দাখিলকৃত প্রথম ১৪ জনের মধ্যে স্বাধীন পরিচালক হিসেবে অযোগ্য হওয়ার কারণে বিএসইসি’র নির্দেশনা অনুযায়ী পরবর্তী সময়ে নতুন তালিকা দেয় সিএসই। দ্বিতীয় তালিকা থেকে স্বতন্ত্র পরিচালক হিসেবে দু’জনকে চূড়ান্ত করেছে বিএসইসি।

এরা হলেন- প্রফেসর মমতাজ ও মাঈনুল ইসলাম মাহমুদ।

স্বতন্ত্র পরিচালকদের মধ্য থেকে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আবদুল মজিদকে চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হতে পারে বলে সিএসই সদস্যদের মধ্যে গুঞ্জণ রয়েছে।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি স্বাধীন পরিচালক হিসেবে মনোনীত ১৪ জনের প্রথম তালিকা বিএসইসিতে জমা দেয় সিএসই। পরবর্তী সময়ে বিএসইসি’র নির্দেশনা অনুযায়ী দ্বিতীয় তালিকা জমা দেয় সিএসই।

উল্লেখ্য, ডিমিউচ্যুয়ালাইজেশন আইন অনুযায়ী স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের অধিকাংশ পরিচালক হবেন স্বাধীন বা স্বতন্ত্র। পর্ষদে মোট ৭ জন স্বতন্ত্র, চারজন স্টেকহোল্ডার, একজন কৌশলগত বিনিয়োগকারী এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদাধিকার বলে পরিচালক মনোনীত হবেন। তবে কৌশলগত বিনিয়োগকারী পরিচালক না পাওয়ায় পদটি শূন্য থাকবে।

(দ্য রিপোর্ট/এনটি/ডব্লিউএন/সা/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর