thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

ডিএসই’র সাত স্বাধীন পরিচালক চূড়ান্ত

২০১৪ ফেব্রুয়ারি ১৩ ১৯:০০:১৭
ডিএসই’র সাত স্বাধীন পরিচালক চূড়ান্ত

দ্য রিপোর্ট প্রতিবেদক : ডিমিউচ্যুয়ালাইজেশন পরবর্তী ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাত স্বাধীন পরিচালকের নাম চূড়ান্ত করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। কমিশনের ৫০৯তম জরুরি সভায় ডিএসইর জমা দেওয়া ১৪ জনের তালিকার থেকে সাতজনকে চূড়ান্ত করা হয়েছে। ডিএসইর জনসংযোগ বিভাগের কর্মকর্তা ইশতিয়াক আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, বিএসইসি’র চূড়ান্ত অনুমোদন পাওয়া সাতজনের মধ্যে রয়েছেন- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক আবুল হাসেম, সাবেক সচিব ওয়ালিউল ইসলাম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক এম কায়কোবাদ, এফবিসিসিআইর ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী, অবসরপ্রাপ্ত বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশ’এর সাবেক সভাপতি মো. রুহল আমিন (এফসিএমএ) এবং সেনাবাহিনী থেকে বিগ্রেডিয়ার জেনারেল মুজিবুর রহমান (পিএসসি)।

এদের মধ্য থেকে বিগ্রেডিয়ার জেনারেল মুজিবুর রহমানকে(পিএসসি) চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হতে পারে বলে ডিএসই সদস্যদের মধ্যে গুঞ্জণ রয়েছে।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি স্বাধীন পরিচালক হিসেবে মনোনীত ১৪ জনের প্রথম তালিকা বিএসইসিতে জমা দেয় ডিএসই। পরবর্তী সময়ে বিএসইসির নির্দেশনা অনুযায়ী দ্বিতীয় তালিকা জমা দেয় ডিএসই।

উল্লেখ্য, ডিমিউচুয়ালাইজেশন আইন অনুযায়ী স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের অধিকাংশ পরিচালক হবেন স্বাধীন বা স্বতন্ত্র। পর্ষদে মোট ৭ জন স্বতন্ত্র, চারজন স্টেকহোল্ডার, একজন কৌশলগত বিনিয়োগকারী এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদাধিকার বলে পরিচালক মনোনীত হবেন। তবে কৌশলগত বিনিয়োগকারী পরিচালক না পাওয়ায় পদটি শূন্য থাকবে।

(দ্য রিপোর্ট/এনটি/ডব্লিউএন/আরকে/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর