thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মে ২০২০, ১৫ জ্যৈষ্ঠ ১৪২৭,  ৬ শাওয়াল ১৪৪১

সাগর আনোয়ার

ভালোবাসাহীন নগরের দায় তোমার

২০১৪ ফেব্রুয়ারি ১৩ ২২:০৪:৩৩
ভালোবাসাহীন নগরের দায় তোমার

প্লিজ, চলে যেও না

সমুদ্রের শত বছরের হিল্লোল যদি

রাগে, ক্ষোভে আর অভিমানে

তার দু’কূল ধ্বংসযজ্ঞে মাতে

এর দায় আমায় দিও না।


প্লিজ, চলে যেও না

একটা ছোট্ট সংসার বানাব,

শুধু তুমি আর আমি

ভালোবাসার টানে শাজাহান গড়েছিল তাজমহল

তুমিহীন বিশাল তাজমহল ধসে পড়লে

এর দায়ও আমায় দিও না।প্লিজ, রাগ করো না

চাঁদমুখের রাগে তারাগুলো নিচে নেমে আসবে

পৃথিবী ধ্বংস হলে, অগণিত লাশ

এর দায় আমায় দিও না।


প্লিজ, হ্যামিলনের বাঁশিওয়ালা হয়ে যেও না

আমি পেছনে পেছনে ছুটবোই

হারিয়ে যাব প্রেমের অতল গহ্বরে

ঢাকা ভালোবাসাহীন নগরে পরিণত হলে

এর দায় কিন্তু তোমাকেই নিতে হবে।

লেখক : প্রতিবেদক, দ্য রিপোর্ট।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

ভালবাসার কথা এর সর্বশেষ খবর

ভালবাসার কথা - এর সব খবর