thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

কবিতার সুরে ধ্বনিত হলো নারায়ণগঞ্জ

২০১৪ ফেব্রুয়ারি ১৪ ২০:২৩:১৯
কবিতার সুরে ধ্বনিত হলো নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সংবদদাতা : ‘অনাবিল সুন্দর প্রিয়ময় সভ্যতা’- এ স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জে পালিত হলো দিনব্যাপী কবিতা উৎসব। শুক্রবার সকাল থেকে শুরু হয় এ উৎসব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ কবিতা উৎসব উদযাপন পরিষদের কবি হালিম আজাদ।

উৎসবে আমন্ত্রিত কবিরা হলেন- সৈয়দ শামসুল হক, অসীম সাহা, অশোক গুহ, আবু বকর সিদ্দিক, আবুল হাসান শাহরিয়ার, আবিদ আনোয়ার, আলমগীর রেজা চৌধুরী, আমিনুর রহমান সুলতান, আসলাম সানি, আলফ্রেড খোকন, আবু জাফর সৈকত, ওয়াহিদ রেজা, ওবায়েদ আকাশ, কে জি মোস্তফা, কামাল চৌধুরী, কাজল বন্দ্যোপধ্যায়, কাজল শাহনেওয়াজ, কাজল কানন, কাজী শাহিদুল ইসলাম, কাজী রোজি, কামরুল হাসান, কুমার চক্রবর্তী, খালেদ হোসাইন, চন্দন সরকার, জাহিদ মুস্তাফা, জুয়েল মাজহার, জিয়াবুল ইবন, টোকন ঠাকুর, তপন বাগচী, তারিক সুজাত, নির্মলেন্দু গুণ, নূরুল হক, পুলক হাসান, বুলবুল চৌধুরী, বিমল গুহ, বিনয় বর্মন, বাবুল মোশারফ, বদরুল আলম, বিভা বৃষ্টি, মুহম্মদ নূরুল হুদা, মাকিদ হায়দার, মাহমুদ কামাল, মিনার মনসুর, রফিক আজাদ, রাজু আলাউদ্দিন, রনজু রাইম, রণজিত কুমার, শিহাব সরকার, শামসুল আরেফিন, শাহেদ কায়েস, সৈয়দ শামসুল হক, সরকার মাসুদ, সুমন সাজ্জাদ, সুব্রত সাহা, হাবিবুল্লাহ সিরাজী, হেলাল হাফিজ, আদিত্য রুপু, হালিম আজাদ, হাসান হাফিজ।

উৎসবে সৈয়দ শামসুল হক বলেন, ‘৩০ বছর লেগেছে এ নারায়ণগঞ্জে কোন কবিতা অনুষ্ঠানে আসতে। ঢাকার পাশে হয়েও এত সময় লেগে গেছে। নাড়ির টানে নাভির টানে সবাই যেমন ঢাকা যাতায়াত করে, তেমনি আমরা যেন নারায়ণগঞ্জে আসতে পারি।’

উৎসবে দেশের নবীন-প্রবীণ শতাধিক কবি অংশগ্রহণ করেন।

(দ্য রিপোর্ট/এমএমএম/একে/জেএম/আরকে/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শিল্প ও সংস্কৃতি এর সর্বশেষ খবর

শিল্প ও সংস্কৃতি - এর সব খবর