thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

ফুলবাড়ীতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীকে সংবর্ধনা

২০১৪ ফেব্রুয়ারি ১৪ ২০:৪৮:৪৮
ফুলবাড়ীতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীকে সংবর্ধনা

দিনাজপুর সংবাদদাতা : জেলার ফুলবাড়ীতে প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান ফিজারকে সংবর্ধনা দিয়েছে প্রাথমিক শিক্ষক সমিতি।

শুক্রবার সকাল ১১টায় সুজাপুর মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ আবুল হাসান আজাদ।

অনুষ্ঠানে মো. মোস্তাফিজুর রহমান ফিজার বলেন, ‘শিক্ষা জাতির মেরুদণ্ড হলেও প্রাথমিক শিক্ষা হচ্ছে মেরুদণ্ডের মেরুদণ্ড। জাতিকে বাঁচাতে হলে শিক্ষার মানের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নয়।’

শিক্ষাখাতে সরকারের অবদান উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। তবে শিক্ষার গুণগত মান বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিক হতে হবে।’

সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (এডি) মো. খোরশেদ আলম চৌধুরী, রংপুর বিভাগীয় উপ-পরিচালক মহিউদ্দীন আহম্মেদ তালুকদার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম আনোয়ার হোসেন, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার হাসিনা ভুঁইয়া, জেলা শিক্ষক সমিতির সভাপতি রমজান আলী।

উপজেলার ১০৮টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এমআইআর/একে/জেএম/আরকে/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর