thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

সাভারে অভিযানকালে এক র‌্যাব সদস্য আহত, আটক ৫

২০১৪ ফেব্রুয়ারি ১৫ ১১:০০:৪১
সাভারে অভিযানকালে এক র‌্যাব সদস্য আহত, আটক ৫

দ্য রিপোর্ট প্রতিবেদক : অপহরণকারীদের বিরুদ্ধে অভিযানের সময় সাভারে ক্যাপ্টেন নাহিদ নামের এক র‌্যাব সদস্য আহত হয়েছেন। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় অপহরণকারী চক্রের ৫ সদস্যকেও আটক করা হয়। তাদের মধ্যে পুলিশের একজন সহকারী উপপরিদর্শক ও সাবেক সেনাসদস্যও রয়েছেন।

সাভারের আমিনবাজার এলাকায় শুক্রবার মধ্যরাতে ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি পিস্তল ও ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাবের মিডিয়া অ্যান্ড লিগ্যাল উইংয়ের পরিচালক এটিএম হাবিবুর রহমান বলেন, আটকরা হলেন সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক সাজিকুল ইসলাম, সাবেক সেনাসদস্য রেজাউল হক, পুলিশের সোর্স মিরান খান, সামসুল হক ও সন্ত্রাসী সুজন।

তিনি জানান, ওই চক্রটি এক ব্যবসায়ীকে জিম্মি করে অর্থ আত্মসাতের পরিকল্পনা করে। গোপন সংবাদের ভিত্তিতে অভি ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানের সময় ধস্তাধস্তিতে আহত হন ক্যাপ্টেন নাহিদ। আহত র‌্যাব সদস্যকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এএইচএ/এমডি/আরকে/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর