thereport24.com
ঢাকা, সোমবার, ২২ এপ্রিল ২০১৯, ৯ বৈশাখ ১৪২৬,  ১৭ শাবান ১৪৪০

ব্যবসার মূল উদ্দেশ্য হবে সামাজিক উন্নয়ন

২০১৩ সেপ্টেম্বর ০৯ ২২:৫০:৫৩
ব্যবসার মূল উদ্দেশ্য হবে সামাজিক উন্নয়ন

ঢাবি: এক শ্রেণীর ব্যবসায়ী আছেন যারা মানবতার কথা চিন্তা না করে শুধু মুনাফা অর্জন করেন। তবে ব্যবসায়ীদের মনে রাখতে হবে, শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে কিছু লোকের চাকরির ব্যবস্থা ও অর্থ উপার্জন যেন তাদের মূল উদ্দেশ্য না হয়। বরং ব্যবসায়ীদের মূল উদ্দেশ্য হতে হবে সামাজিক উন্নয়ন ও জনকল্যাণ।

ঢাবি: এক শ্রেণীর ব্যবসায়ী আছেন যারা মানবতার কথা চিন্তা না করে শুধু মুনাফা অর্জন করেন। তবে ব্যবসায়ীদের মনে রাখতে হবে, শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে কিছু লোকের চাকরির ব্যবস্থা ও অর্থ উপার্জন যেন তাদের মূল উদ্দেশ্য না হয়। বরং ব্যবসায়ীদের মূল উদ্দেশ্য হতে হবে সামাজিক উন্নয়ন ও জনকল্যাণ।

সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) যৌথ উদ্যোগে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এসব কথা বলেন।expo

ঢাবির বিজনেস স্টাডিজ অনুষদের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথির বক্তব্যে ডিসিসিআই সভাপতি মো. আবদুস সবুর খান একজন সফল উদ্যোক্তা হতে আগ্রহীদের বিভিন্ন পরামর্শ ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

ঢাবি ব্যবসায় শিক্ষা অনুষদে ডিন অধ্যাপক শিবলি রুবায়েতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের জিএম (এসএমই) সুকমল সিনহা চৌধুরী ও ডিজিএম আবুল বাশার।

উল্লেখ্য, ঢাবির পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (ডিইউসিসি) এ কর্মশালার আয়োজন করে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর