thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

শিরোপা ছোঁয়া হলো না বাংলাদেশের

২০১৬ অক্টোবর ১৩ ২০:২১:২০
শিরোপা ছোঁয়া হলো না বাংলাদেশের

দ্য রিপোর্ট প্রতিবেদক : আইএইচএফ ট্রফি হ্যান্ডবল টুর্নামেন্টের শিরোপা ছোঁয়া হলো না বাংলাদেশের। বৃহস্পতিবার(১৩ অক্টোবর) ভারতের কাছে স্বাগতিক যুবারা হেরেছে ৪৬-২৫ গোলের বড় ব্যাবধানে। আর এই জয়ের ফলে শিরোপা জেতার পাশাপাশি আঞ্চলিক পর্ব থেকে পরের পর্বে খেলার যোগ্যতাও অর্জণ করেছে ভারত।

বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এশিয়া অঞ্চলের ফাইনাল ম্যাচ। ম্যাচের প্রথমার্ধেই এদিন ২০-১০ গোলে পিছিয়ে থাকে বাংলাদেশ। বিরতির পর আরও ২৬টি গোল হজম করতে হয় স্বাগতিকদের। বিপরিতে ভারতের জালে ১৫টি গোল দিতে সক্ষম হয় বাংলাদেশ। বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ৬ গোল করেন সোহেল। এছাড়া মোহাম্মদ শাকির ৫, লুসাই ৪ ও রবিউল আওয়াল করেন ৩টি করে গোল।

অন্যদিকে ভারতের নারীদের কাছে ৪৮-২৯ গোলের ব্যবধানে হেরেছে বাংলাদেশের নারীরা।

প্রসঙ্গত, এ আসরে আঞ্চলিক পর্বের চ্যাম্পিয়ন দলই শুধু খেলতে পারবে পরের পর্বে। সে হিসেবে নিজ দেশে আয়োজিত এ টুর্নামেন্টে রানার্সআপ হওয়ায় পরের পর্বে আর যাওয়া হচ্ছেনা বাংলাদেশের।

(দ্য রিপোর্ট/এজে/অক্টোবর ১৩, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর