thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

বব ডিলানের কালোত্তীর্ণ দুইটি গান

২০১৬ অক্টোবর ১৪ ০৯:৪৮:৩২
বব ডিলানের কালোত্তীর্ণ দুইটি গান

ফাহাদ চৌধুরী :বব ডিলানকে বলা হয় Rebel King of the Rock. মূল নাম রবার্ট অ্যালেন জিমারম্যান (জন্ম ২৪ মে, ১৯৪১) । বব ডিলান মার্কিন কিংবদন্তি গায়ক-গীতিকার, মিউজিশিয়ান, চিত্রকর। গত পঞ্চাশ বছর ধরে জীবনমুখী গানের ধারায় হয়ে আছেন অন্যতম পথিকৃৎ। ডিলানের গানের কথা মূলত রাজনীতি, সমাজ, দর্শন ও সাহিত্যিক প্রভাব সম্বলিত। এগুলো তখনকার জনপ্রিয় ধারার কথিত নিয়ম বহির্ভূত ছিল এবং এ ধারার বিপরীত হিসেবে ধরা হতো। নিজস্ব সঙ্গীত ধারা সৃষ্টির পাশাপাশি আমেরিকার বিভিন্ন ঐতিহ্যবাহী সঙ্গীতের প্রতি তার আকর্ষণ ছিল। ফোক রকের কথা বললেই বব ডিলানের নামটা চলে আসে। আমেরিকান লোকগীতি ও কান্ট্রি, ব্লুজ থেকে রক অ্যান্ড রোল, ইংরেজ, স্কটিশ, আইরিশ লোকগীতি, এমনকি জ্যাজ, ব্রডওয়ে, হার্ড রক এবং গসপেলও গেয়েছেন। বব ডিলান তো আসলে একজন কবি। যিনি তার কবিতাকে গিটারের আশ্রয়ে ছড়িয়ে দিতে চেয়েছেন।

বব ডিলানের দ্বিতীয় স্টুডিও অ্যালবাম “The Freewheelin' Bob Dylan” (২৭ মে, ১৯৬৩) এর প্রথম ট্রাক ‘ব্লোয়িং ইন দ্যা উইন্ড’ । "Blowin' in the Wind" এবং "The Times They Are A-Changin" গান দুইটিকে নাগরিক অধিকার, মানবতা এবং যুদ্ধবিরোধী আন্দোলনের অন্যতম সংগীত বলা হয় ।

ব্লোয়িং ইন দ্যা উইন্ড

ব্লোয়িং ইন দ্যা উইন্ড মানুষের মাঝে প্রতিবাদী ভাবটাকে প্রশ্নের দ্বারা আবদ্ধ করে আরও জাগিয়ে তোলে । গানটি শান্তি, যুদ্ধ এবং স্বাধীনতার কথা বলে। গানের প্রত্যেক প্যারার শেষে পুনরাবৃত্ত পঙক্তি বা সুর "The answer, my friend, is blowin' in the wind" নিতান্ত রহস্যময় ও দ্ব্যর্থবোধক। সমাধান সুস্পষ্ট এবং সংশয়াতীতও হতে পারে অথবা বাতাসের মত অস্পর্শনীয় হতে পারে। তা আসলে নির্ভর করবে আমাদের দৃষ্টিভঙ্গি এবং মানসিকতার উপর। এখানেই গানটির আধ্যাত্মিকতা ও দার্শনিকতা নিহিত।

প্রশ্নের উত্তরের বিষয়ে ডিলানের ভাষ্য:

"There ain’t too much I can say about this song except that the answer is blowing in the wind. It ain’t in no book or movie or TV show or discussion group. Man, it’s in the wind—and it’s blowing in the wind. Too many of these hip people are telling me where the answer is but oh I won’t believe that. I still say it’s in the wind and just like a restless piece of paper it’s got to come down some ...But the only trouble is that no one picks up the answer when it comes down so not too many people get to see and know ... and then it flies away I still say that some of the biggest criminals are those that turn their heads away when they see wrong and know it’s wrong. I’m only 21 years old and I know that there’s been too many ...You people over 21, you’re older and smarter"

গানটি ভাবান্তরের প্রয়াস :

কতটা পথ হেঁটে গেলে পরে দিগন্ত ছোঁয়া যায়?

ঘড়ির কাঁটার আবর্তনে ভবঘুরে পথিক বয়সের ছোঁয়া পায়।

কতটা সাগর পেরিয়ে বলাকার শেষ হবে পথচলা

ক্লান্ত সে আশ্রয় নীড়ে ফিরবে কি গোধূলি বেলা?

কতটা তাজা কার্তুজ আর গোলা দাগানোর পর হবে যুদ্ধের অবসান

বন্ধ হবে ক্ষুধার্থ শকুনের কলঙ্কিত নিঃশ্বাস যাপন।

রাশি রাশি ভাববার মতো প্রশ্ন, সমাধান অন্তর্জাত

জিজ্ঞাসো বিবেককে, চিরচেনা নৈস্বর্গের কণ্ঠে পাবে প্রত্যুত্তর।

কতটা নীল হলে আকাশের মত উদার হওয়া যায়?

কতটা গভীরতা থাকলে মহাশূন্য ছোঁয়া যায়?

কতটা জল ধারণ করলে মহাসমুদ্র হওয়া যায়?

কতটা কলঙ্কমুক্ত হলে চাঁদ হওয়া যায়?

কতটা একাকিত্ব থাকলে দ্বীপ হওয়া যায়?

কতটা উঞ্চ হলে সূর্য বলা যায়?

কতটা কৃতিমান হলে অমর হওয়া যায়?

খোলা আকাশের নিচে বৃষ্টির আশাতে প্রার্থনা পথিকের

মেঘের জীবন কর্মময়, স্থায়িত্ব খুবই কম সময়ের।

ধূলিমাখা পথে বেদুইন, নীল আকাশে মেলবে ডানা

মরীচিকার পিছু ছুটে, খুঁজে খুঁজে ফিরে পথের ঠিকানা।

শৃঙ্খলাবদ্ধ মানুষ অনন্তকাল খুঁজে ফেরে অস্তিত্ব

পায় কি দেখা পরিশেষে স্বাধীনতা দিগন্ত?

লোহিত কণার লহরে অভিশপ্ত মানবকুল

ঝুলন্ত অন্ধকারে আচ্ছন্ন ধর্ম-জাতি বংশকুল

আর মৃত লাশগুলো গুনে গুনে মনুষত্বের পথ চলা

নিষ্পেষিতের কান্না বদ্ধ ঘরের অনুরণনে পড়েছে বাঁধা।

ব্যাধি আক্রান্ত বোধে করেছে মানব নিজেকে ছোট,

কান্নাগুলো মেঘ হলে, বিষাদ পাখি হয়ে উড়ে যেত।

রাশি রাশি ভাববার মতো প্রশ্ন, সমাধান অন্তর্জাত

জিজ্ঞাসো বিবেককে, চিরচেনা নৈস্বর্গের কন্ঠে পাবে প্রত্যুত্তর।

"নাগরিক কবিয়াল” গায়ক কবীর সুমন তার "Blowin' In The Wind" গানটির অনুবাদ করেছিলেন সফলভাবে "কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়"। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ চলাকালীন বাংলাদেশের শরণার্থীদের সহযোগিতার উদ্দেশ্যে নিউইয়র্কের মেডিসন স্কয়ার গার্ডেনে বাংলাদেশকে নিয়ে দ্য বিটল্‌স ব্যান্ডের জর্জ হ্যারিসন ও ভারতীয় সেতার বাদক পন্ডিত রবি শংকর কর্তৃক আয়োজিত 'কনসার্ট ফর বাংলাদেশ' এ সময়ের সব মানবতাবাদী ও যুদ্ধবিরোধী সেলিব্রেটিদের মাঝে বব ডিলানও পারফর্ম করেছিলেন। সে জন্যেই বাংলাদেশীদের হৃদয়ে বব ডিলান বিশেষ আসনে অধিষ্ঠিত। প্রতিবাদী বিদ্রোহের চেতনা আর মানবিকতার সমন্বয় পাওয়া যায় তার গানে।

৭১ এর সেই কনসার্টে বব ডিলানের গাওয়া এই গানটির ইউটিউব লিঙ্ক এখানে :

দি টাইমস দে আর আ-চেঞ্জিং

একটা শাশ্বত গান, যার অবস্থান দেশ, কাল ও স্থানিক চেতনার ঊর্ধে্ব। একে গণসংগীত বা লোক-সংগীত জাতীয় গান হিসাবে ক্যাটাগোরাইজ করা যায়। গানে ষাটের দশকের সমাজ প্রেক্ষাপটকে তুলে ধরা হয়েছে। গানে রাজনৈতিক ম্যাসেজ যেমন রয়েছে তেমনি শোষিত মানুষের কথাও বলা হয়েছে। ডিলানের তৎকালীন সামাজিক ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে এ গানে। রক্ষণশীলদের জন্য মেসেজ দেয়া হয়েছে যে, পরিবর্তনটাই চিরন্তন সত্য। ডিলান ছিলেন অধিকার আদায় আন্দলনের অন্যতম অগ্রদূত।

সমাজের পরিবর্তনশীলতার রীতি কেউ যদি অ্যাক্সেপ্ট না করে তবে সেই সেই পরিবর্তনশীলতার ঢেউয়ের তোড়ে ভেসে নিশ্চিহ্ন হয়ে যাবে। পরিবর্তনশীলতা একটা প্রবহমান নদীর মত । ক্রমেই তা পরিব্যাপ্ত হয়। পরিবর্তনের ভরা জোয়ারের সাথে যত শীঘ্রই খাপ খাওয়ানো বা মানিয়ে নেয়া যায় ততই মঙ্গল । নদীতে স্রোতের অনুকূলে সাঁতার কাটাই স্রেয় । প্রতিকূলে সাঁতার কাঁটা বিপজ্জনক । জলে ডুবে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুর ভয় থাকে । পাথরই কিন্তু পানিতে ডুবে যায় সবার আগে। পাথর এখানে হতে পারে রক্ষণশীলতার রূপক ।

দ্বিতীয় স্তবকে লেখক ও সমালোচকদের ভূমিকার কথা বলা হয়েছে যারা কলমের ভাষায় কথা বলে, তাদের দেয়া পূর্বাভাসগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।

আবার এমনও বলা যায়, যে কোন ঘটনা ঘটার যেমন সম্ভাবনা থাকে তেমনি অনিশ্চিয়তাও থাকে । জীবন একটা পাজলের মত মিস্টিরিয়াস । প্রতিটা জীবনেরই আছে অসীম সম্ভাবনা । এখানে ডিসিশন মেকিংয়ের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট । বুঝে শুনে ধীরেসুস্থে ডিসিশন নেয়াই শ্রেয় । যে কোন মুহূর্তে ঘুরে যেতে পারে ভাগ্যের চাকা, হতে পারে অপ্রত্যাশিত বিজয় ।

তৃতীয় প্যারাটা আমেরিকান কংগ্রেসম্যান, আর সিনেটরদের জন্য চপেটাঘাতস্বরূপ। যুদ্ধ পলিটিশিয়ানদের স্বার্থ রক্ষা করে, মানবতার জন্য তা হুমকি । এই স্তবকে মেইনলি এই কথারই সুর। ভিয়েতনাম যুদ্ধের প্রতি ইন্ডিকেটশন রয়েছে এখানে । এমন হতে পারে যে রাজনীতিবিদরা আজ যাদের বন্ধু ভাবছে অদূর ভবিষ্যতে তারাই হবে শত্রু ।

চতুর্থ স্তবকটা মেইনলি ‘রক অ্যান্ড রোল’ বিষয়ক । এখানে অভিভাবকদের তাদের সন্তানদের ইচ্ছাকে মূল্য দেয়ার কথা এসেছে । প্রতিবন্ধকতা সৃষ্টি নয়, বরং এই পরিবর্তন আক্সেপ্ট করে এই অগ্রযাত্রার পথকে সুগম করার আমন্ত্রণ জানিয়েছেন । উল্লেখ্য, গানটি্র প্রেক্ষাপট ষাটের দশক ।

শেষ প্যারাতে পর্যায়াক্রমিতা, পরিবর্তনপ্রবণতার কথা এসেছে । বিফলতা-সফলতা, সুখ-দুঃখ, আনন্দ বেদনা এগুলো পর্যায়ক্রমে আসে । যদিও এসব ঘটনা সবসময়ই অনিশ্চিত । জীবনের চাকা ঘুরতেই থাকবে । কেউ সফলতার শীর্ষে উঠবে আবার কারো পতন ঘটবে ।

লেখক :কবি, প্রাবন্ধিক

(দ্য রিপোর্ট/এআরই/এনআই/অক্টোবর ১৪, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর