thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

কাবাডি বিশ্বকাপে বাংলাদেশের অবস্থান

২০১৬ অক্টোবর ১৬ ১৩:০১:২৯
কাবাডি বিশ্বকাপে বাংলাদেশের অবস্থান

দ্য রিপোর্ট ডেস্ক : ভারতে অনুষ্ঠিত কাবাডি বিশ্বকাপে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ দল। এ নিয়ে তৃতীয়বারের মত কাবাডি বিশ্বকাপে অংশ নিয়েছে বাংলাদেশ দল। ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৫২-২৮ পয়েন্টে উড়িয়ে দিয়ে জয় পেয়েছিল লাল-সবুজের দল। তবে এর পরের দুই ম্যাচেই বড় ধরনের হোঁচট খেয়েছে আরদুজ্জামানরা।

বিশ্বকাপের প্রথম ম্যাচেই বিশাল ব্যবধানে (৫২-২৮) ইংল্যান্ডকে হারায় বাংলাদেশ। এই জয়ের আত্মবিশ্বাস নিয়েই পরের ম্যাচেও জয়ের প্রত্যাশাই ছিল দলের। তবে দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে তারা পেয়েছে বড় হার। মঙ্গলবার (১১ অক্টোবর) স্বাগতিক ভারত ৫৯-২০ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশকে।

এরপর বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বাংলাদেশ মুখোমুখি হয় দক্ষিণ কোরিয়ার। ওই ম্যাচেও হারই জুটেছে লাল-সবুজদের। প্রথমে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছে দক্ষিণ কোরিয়াই। তারা বাংলাদেশকে ৩৫-৩২ পয়েন্টে হারিয়েছে।

আগামী ১৭ অক্টোবর বাংলাদেশ পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। আর ১৯ অক্টোবর শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা।

‘এ’ গ্রুপের অপরাজিত দল হিসেবে চার ম্যাচ শেষে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে দক্ষিণ কোরিয়া। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে অবস্থান করছে স্বাগতিক ভারত। ১০ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে রয়েছে ইংল্যান্ড। আর ৬ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে রয়েছে বাংলাদেশ।

(দ্য রিপোর্ট/এনপিএস/অক্টোবর ১৬, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর