thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

নায়লা নাঈমের বিজ্ঞাপন নিয়ে সমালোচনার ঝড়

২০১৬ অক্টোবর ১৮ ১৪:৪৩:০০
নায়লা নাঈমের বিজ্ঞাপন নিয়ে সমালোচনার ঝড়

দ্য রিপোর্ট প্রতিবেদক : ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক একটি ক্যাম্পেইনের মডেল হয়েছেন নায়লা নাঈম। গত শনিবার ইউটিউবে প্রকাশিত হয়েছে এ বিজ্ঞাপনচিত্রটি। এতে পরামর্শদাতা হিসেবে দেখা গেছে তাকে। নায়লা নাঈমের পরামর্শগুলো অশ্লীল বলে বিতর্ক শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

বিজ্ঞাপনে দেখা যায়, ‘ওয়ান-টু-থ্রি বলে প্রকাশ্যে শার্ট খুলে নায়লা বলছেন—‘অক্টোবর মাস ব্রেস্ট ক্যাসার অ্যাওয়ারনেস মান্থ। বাংলাদেশের মেয়েদের জীবনের সবচেয়ে বড় ঝুঁকির কারণ ব্রেস্ট ক্যানসার। এই দেশে প্রতিবছর ২০ হাজারেরও বেশি নারী ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হয়। এটাকে চেকমেট দেওয়া খুব সহজ।’

তিনটি উপায় বাতলে দিয়ে নায়লা বলেন—‘দেখতে হবে আপনার ব্রেস্টে কোনো অ্যাবনরমালিটি আছে কি না। ধরে বুঝতে হবে কোনো লাম্ব বা চাকা ফিল করা যায় কি না। খুব সহজ তিনটি স্টেপ—“দেখবেন, ধরবেন ও চেক করবেন।” তাহলে আমরা ক্যানসারকে পিক করতে পারব।’

বিজ্ঞাপনটির শেষের দিকে নায়লা বলেন, ‘আচ্ছা, আমার তো একজন চেকমেট দরকার। কে হবেন, আমার চেকমেট?’ এমন সংলাপকে অশ্লীল উল্লেখ করে ফেসবুকে অনেকেই মন্তব্য করেছেন। এ ধরনের বিজ্ঞাপনের জন্য মডেল, নির্মাতাসহ সংশ্লিষ্টদের গ্রেফতারের দাবি জানিয়ে নাট্যকর্মী প্রসেনজিত রায় বলেন, ‘এই বিজ্ঞাপনটির মাধ্যমে ব্রেস্ট ক্যানসারের বিষয়ে সচেতনতা নয়, অশ্লীলতাকে প্রচার করা হয়েছে। এই বিজ্ঞাপনটির সঙ্গে সম্পৃক্ত সবাইকে গ্রেফতার করা উচিত।’

বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক মডেল ও অভিনেত্রী মাকসুদা আক্তার প্রিয়তি তার ফেসবুক পাতায় লিখেছেন, ‘স্তন ক্যানসারের মতো মারাত্মক ব্যাধির কোনো সচেতনতামূলক ক্যাম্পেইনের পরিকল্পনা এত শারীরিক টিজিং টাইপ কীভাবে করেন? এ ধরনের প্ল্যানিংয়ের মডেল হতে একজন শিক্ষিত ও সচেতন মেয়ে হিসেবে কীভাবে রাজি হন?’

চেকমেট নামের একটি ফেসবুক পাতায় বিজ্ঞাপনটি প্রকাশের পর সেই পেজটির মন্তব্য ঘরে দেখা গেছে সমালোচনার ঝড়। প্রায় সবাই বিজ্ঞাপনটির সমালোচনা করে, এটি ডিলেট করার কথা বলেছেন। এমন অশ্লীল-কুরুচিপূর্ণ বিজ্ঞাপনের সমালোচনার পরও বিজ্ঞাপনটি এখনো চেকমেটের ফেসবুক পাতায় দেখা যাচ্ছে।

এটিকে বন্ধ করার আহ্বান জানিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আরিফুর রহমান বলেন, ‘মানুষ কতটা নীচু মানসিকতার হলে ‘ব্রেস্ট ক্যানসারের মতো একটা বিষয় নিয়ে এমন কুরুচিপূর্ণ বিজ্ঞাপন নির্মাণ করতে পারে? এই বিজ্ঞাপনটির প্রচার বন্ধের দাবি জানাচ্ছি।’

এদিকে বিজ্ঞাপন প্রসঙ্গে নায়লা নাঈম বলেন, ‘মডেলিং আমার প্রফেশন। আমি জেনেবুঝেই এমন বিজ্ঞাপনে মডেল হয়েছি।’ সমালোচনার প্রসঙ্গ টানলে এই মডেল বলেন, ‘সমালোচকরা সমালোচনা করবে। তাই বলে তো কাজ করা বন্ধ করতে পারি না।’

(দ্য রিপোর্ট/পিএস/এআরই/এম/অক্টোবর ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর