thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

ইন্দোনেশিয়ায় ধর্ষণের শাস্তি হিসেবে নপুংসক করা হবে

২০১৬ অক্টোবর ১৯ ১০:১৪:৫৬
ইন্দোনেশিয়ায় ধর্ষণের শাস্তি হিসেবে নপুংসক করা হবে

দ্য রিপোর্ট ডেস্ক : ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেছেন, দেশটিতে শিশু যৌন নির্যাতনকারীদের রাসায়নিকভাবে নপুংসক করার যে নীতি সরকার নিয়েছে তাতে যৌন অপরাধ পুরোপুরি নির্মূল হতে পারে।

উইদোদো বিবিসিকে বলেন, ইন্দোনেশিয়া মানবাধিকারকে সম্মান করে, তবে যৌন নির্যাতনকারীদের শাস্তির বিষয়ে কোন আপোস হতে পারে না।

ইন্দোনেশিয়ায় চৌদ্দ বছর বয়সী এক মেয়েশিশুকে গণধর্ষণ ও হত্যার ঘটনার পর এ মাসের শুরুতে শিশু নির্যাতনকারীদের নপুংসক করার একটি আইন পাস করে দেশটি। সংসদে তুমুল বিতর্কের বিষয় ছিল এই আইনটি।

প্রেসিডেন্ট উইদোদো বলেছেন, ‘যৌন নিপীড়কদের যেন সর্বোচ্চ সাজা হয় সে বিষয়টি আমরা দেখবো। যদি রাসায়নিকভাবে একজন অত্যাচারীকে নপুংসক করে দেয়া হয় তাহলে সময়ের সাথে সাথে যৌন অপরাধ কমে যাবে এবং একসময় সেটি পুরোপুরি দমন হয়ে যাবে।’

(দ্য রিপোর্ট/এআরই/এনআই/অক্টোবর ১৯, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর