thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

রানার অটোমোবাইলসের রোড শো অনুষ্ঠিত

২০১৬ অক্টোবর ২০ ১৫:৫৮:২৩
রানার অটোমোবাইলসের রোড শো অনুষ্ঠিত

দ্য রিপোর্ট প্রতিবেদক : বুকবিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজারে আসছে অটো মোবাইলস। এরই অংশ হিসেবে বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সন্ধ্যা ৭টায় এক রোড শো’র আয়োজন করা হয়।

কোম্পানিটি শেয়ারবাজার থেকে প্রিমিয়ামসহ মোট ১০০ কোটি টাকা উত্তোলন করতে আগ্রহী। যার ৩৩ কোটি টাকা দিয়ে ব্যাংক ঋণ পরিশোধ করা হবে। আর ৬৩ কোটি টাকা দিয়ে নতুন মডেলের মোটরসাইকেল তৈরির পাশাপাশি বাজারে বিদ্যমান মডেলগুলোর মান বাড়ানোর কাজে ব্যয় করবে। এছাড়া বাকি ৪ কোটি টাকা খরচ হবে আইপিও প্রক্রিয়ায় মূলধন সংগ্রহ কাজে।

রোড শো অনুষ্ঠানে কোম্পানি চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ মোজাম্মেল হোসেনসহ পরিচালনা পর্ষদের সদস্যরা, চিফ ফাইন্যান্স অফিসার, সচিবসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোম্পানিটি ২০১৫-১৬ অর্থবছরে প্রতিটি শেয়ারে (ইপিএস) ২.৭৭ টাকা আয় করেছে। আর ২০১৬ সালের ৩০ জুনে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাড়িয়েছে ৫২.৪৭ টাকা।

রোড শোতে বিভিন্ন মার্চেন্ট ব্যাংকার্স অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজার, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মিউচ্যুয়াল ফান্ড, স্টক ডিলারস, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ম্যানেজার, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, রিকগনাইজ পেনশন অ্যান্ড প্রভিডেন্ড ফান্ড এবং কমিশনের অনুমোদিত অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিগন অংশগ্রহণ করেন।

কোম্পানির ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড ও রেজিস্ট্রার টু ইস্যুয়ার হিসেবে রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড।

(দ্য রিপোর্ট/আরএ/অক্টোবর ২০, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর