thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

দুর্ঘটনা প্রতিরোধে সড়ক সেল গঠনের দাবি

২০১৬ অক্টোবর ২০ ১৯:১৯:৩৮
দুর্ঘটনা প্রতিরোধে সড়ক সেল গঠনের দাবি

দ্য রিপোর্ট প্রতিবেদক : সড়কপথে দুর্ঘটনা এড়িয়ে যাত্রীসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে একটি শক্তিশালী সড়ক সেল গঠনের দাবি জানিয়েছে ‘নিরাপদ সড়ক চাই’ নামের একটি সংগঠন।

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৬ এবং জাহানারা কাঞ্চনের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ দাবি জানায়।

প্রধানমন্ত্রীকে প্রধান করে তার কার্যালয়ের অধীনে সেলটি গঠন করার দাবি জানান সংগঠনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

তিনি বলেন, ‘এই সেল গঠিত হবে স্থানীয় সরকার, সড়ক ও সেতু, স্বরাষ্ট্র, আইন, স্বাস্থ্য, ভূমি, শিক্ষা, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভাগ ও অধিদফতরের সমন্বয়ে। যার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে প্রধানমন্ত্রীর হাতে।’

আগের বছরের তুলনায় এ বছর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার কমেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এ বছর সারাদেশে সড়ক দুর্ঘটনায় পাঁচ হাজার ৩ জন প্রাণ হারিয়েছে। ২০১৪ সালে এই সংখ্যা ছিল ৬ হাজার ৫৮২ জন। ২০১৫ সালে বেশিরভাগ দুর্ঘটনা ঘটেছে মহাসড়কে। এর মধ্যে ঢাকা জেলায় সর্বাধিক ৩৫৯ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে পথচারীর সংখ্যাই বেশি।’

তিনি আরও বলেন, ‘আমাদের হিসাবে সড়ক দুর্ঘটনায় নিহতের যে সংখ্যা, সরকারি হিসাবে তা অনেক কম। আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে বাংলাদেশে প্রতি বছর ২১ হাজারেরও বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়। অথচ এ সংক্রান্ত সঠিক পরিসংখ্যান ছাড়া দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়াও সম্ভব নয়।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চিত্রপরিচালক সোহানুর রহমান সোহান, সংগঠনের মহাসচিব শামীম আলম দীপেন, যুগ্ম-মহাসচিব সাদেক হোসেন বাবুল প্রমুখ।

(দ্য রিপোর্ট/পিএম/এসএস/এপি/অক্টোবর ২০, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর