thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

কলকাতার তারা টিভিতে তপন বাগচীর লেখা গান

২০১৬ অক্টোবর ২১ ০৯:৪৮:৪৮
কলকাতার তারা টিভিতে তপন বাগচীর লেখা গান

দ্য রিপোর্ট প্রতিবেদক : কলকাতার ‘তারা টিভি’তে আগামী ২৫ অক্টোবর 'আজ সকালের আমন্ত্রণে' অনুষ্ঠানে ড. তপন বাগচীর লেখা গান গাইবেন কলকাতার বিখ্যাত লোকসংগীতশিল্পী সঞ্জয় মণ্ডল।

বাংলা একাডেমির উপপরিচালক, বিশিষ্ট কবি ও গীতিকার ড. তপন বাগচী বলেন, 'যাত্রাশিল্পের দুর্গতি ও অবক্ষয় নিয়ে 'যাত্রা গান কালে খাইছে' নামে গান লিখেছিলাম বেশ কিছুদিন আগে। সেটি ছাপা হয়েছিল চিন্তাসূত্র নামের একটি ইন্টারনেট পত্রিকায়। সেটি পড়ে উদ্বুদ্ধ হয়ে গাইতে উৎসাহী হয় শিল্পী সঞ্জয় মণ্ডল। এটি আমার জন্য অনেক গৌরবের।'

তিনি আরও বলেন, 'বাংলাদেশর প্রখ্যাত গণসংগীতশিল্পী ফকির আলমগীর, লোকসংগীতশিল্পী অণিমা মুক্তি গমেজের পরে এবার কলকাতার খ্যাতিমান লোকসংগীতশিল্পী সঞ্জয় মন্ডলের কণ্ঠে আমার গান উঠবে এটা অনেক বড় প্রাপ্তি।'

তপন বাগচী জানান, সঞ্জয় মণ্ডল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতনে লোকসংগীত নিয়ে পিএইচডি গবেষণা করছেন, এমন ব্যতিক্রমী এবং ঐতিহ্যবাহী শিল্পের প্রচার প্রসার এবং এই ব্যতিক্রমী কাজের প্রতি শ্রদ্ধাবোধ থেকে এই প্রচেষ্টা।

শিল্পী সঞ্জয় মণ্ডল বলেন, 'চিন্তাসূত্র পড়েই আমার মনে গানটি নাড়া দিয়েছিল। প্রচলিত সুরে এর মিউজিকও করে রেখেছি। কিন্তু সুযোগ পাচ্ছিলাম না। 'তারা টিভি'র এই ফ্ল্যাটফর্মে দুই বাংলাকে স্পর্শ করা যাবে। তাই ভাবলাম এই অনুষ্ঠানেই গানটি তুলে ধরব। লোকগানকে কেন্দ্র করে আরেকটি লোকগান। বিষয়টি কেবল চমৎকারই নয়, একটি দায়িত্ব পালনের সুযোগও বটে।'

(দ্য রিপোর্ট/পিএস/এআরই/এনআই/অক্টোবর ২১, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর