thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

সম্মেলনে ভিনদেশি অতিথি যারা

২০১৬ অক্টোবর ২১ ১১:২৪:০৪
সম্মেলনে ভিনদেশি অতিথি যারা

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে ১২টি দেশের ৫৫জন অতিথি আসছেন।

বৃহস্পতিবার রাতে দলের অভ্যর্থনা উপ-কমিটি সাংবাদিকদের জানানো তথ্য অনুযায়ী, ভারত থেকে আসছেন বিজেপির নেতা রাজ্যসভার সহ-সভাপতি বিনায়ক প্রভাকর, রাজ্যসভার সদস্য অভিনেত্রী রূপা গাঙ্গুলি ও অনির্বাণ গাঙ্গুলি, ভারতীয় জাতীয় কংগ্রেসের বর্তমান বিরোধীদলীয় নেতা গোলাম নবী আজাদ, প্রদীপ ভট্টাচার্য, সংসদ সদস্য মৌসুম নূর এবং ভারতের বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি। চীনের ভাইস মিনিস্টার জেন শিয়াও সংয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে যোগ দেবে বলে জানিয়েছে অভ্যর্থনা কমিটি।

সম্মেলনে আসছেন ভারতের তৃণমূল কংগ্রেসে নেতা ও পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, ত্রিপুরা বিজেপির সভাপতি বিপ্লব কুমার দেব, আসাম ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের আবদুস সবুর তপাদার এবং আমিনুল ইসলাম, আসাম গণপরিষদের শ্রী প্রফুল্ল কুমার মোহন্ত এবং শ্রী ধ্রুবজ্যোতি শর্মা।

এ ছাড়া ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, রাশিয়া, ইতালি, অস্ট্রিয়ার এক বা একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধি সম্মেলনে যোগ দেয়ার কথা জানানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএ/এআরই/এনআই/অক্টোবর ২০, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর