thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

বঙ্গবন্ধু স্যাটেলাইটের নির্মাণ কাজ ৫০ শতাংশ সম্পন্ন

২০১৬ অক্টোবর ২১ ১২:১৩:৫২
বঙ্গবন্ধু স্যাটেলাইটের নির্মাণ কাজ ৫০ শতাংশ সম্পন্ন

দ্য রিপোর্ট প্রতিবেদক : ডাক ও টেলি‌যোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বলেছেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্মাণের কাজ‌ ৫০ শতাংশ সম্পন্ন হয়েছে। ২০১৭ সালের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল-১ উৎক্ষেপণ করা হবে।

রাজধানীর গুলশানে বিটিসিএল ভবনে শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তারানা হালিম বলেন, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্মাণ প্রকল্পটি সরকারের অগ্রাধিকার প্রকল্প। থ্যালেস অ্যালেনিয়া ফ্রান্স-এর ফ্যাসিলিটিতে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’-এর ইঞ্জিনিয়ারিং কাজ ৮৩ শতাংশ, অ্যান্টিনা তৈরি ৫৬ শতাংশ এবং কমিউনিকেশন ও সার্ভিস মডিউল তৈরির কাজ ৬৫ শতাংশ শেষ হয়েছে।’

‘সার্বিকভাবে বলতে পারি ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’-এর নির্মাণ কাজ গড়ে ৫০ শতাংশ শেষ হয়েছে। বাকী কাজ দ্রুত সময়ের মধ্যে তথা নির্ধারিত সময়ে শেষ হবে এবং যথাসময়েই এটির উৎক্ষেপন হবে আশা করি’ বলেন তারানা।

তিনি জানান, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের পর সেটি নিয়ন্ত্রণ কাজে বিটিসিএল স্টাফ কলেজ, গাজীপুরে প্রাইমারি ও বেতবুনিয়া, রাঙ্গামাটিতে সেকেন্ডারি গ্রাউন্ড স্টেশন স্থাপনের জন্য চূড়ান্ত স্থাপত্য ও কাঠামো নকশা অনুযায়ী দুটি গ্রাউন্ড স্টেশনের নির্মাণ কাজ চলমান রয়েছে।

‘গ্রাউন্ড স্টেশনের আর্থ ফিলিং, বাউন্ডারি ওযাল এর কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং মূল ভবনের নীচতলার কাজও প্রায় শেষ। থ্যালেস ইতিমধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর গ্রাউন্ড স্টেশনের জন্য যন্ত্রপাতি ক্রয়ের কাজ সম্পন্ন করেছে। চলতি বছরের নভেম্বরের মধ্যে গ্রাউন্ড স্টেশনের অ্যান্টিনা যন্ত্রাংশ আমদানি প্রক্রিয়া শুরু হবে’ তারানা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ নির্মাণে থ্যালেস-এর সঙ্গে মোট এক হাজার ৯৫১ কোটি ৭৫ লাখ টাকা চুক্তি মূল্যের মধ্যে ৬৯৭ কোটি ৪৬ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। পরিশোধ করা এ টাকার মধ্যে ৩৩১ কোটি ২৮ লাখ টাকা সোনালী ব্যাংক থেকে অন্তবর্তীকালীন ঋণ নেওয়া হয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট সিস্টেমে অর্থায়নের জন্য ইতিমধ্যে এইচএসবিসি-এর সঙ্গে করা ১৫৭ মিলিয়ন ইউরো ঋণ চুক্তির অর্থ থেকে মেটানো হবে।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে অত্যন্ত শক্তিশালী অপটিক্যাল ফাইবার (ল্যান্ড লাইন ইন্টারনেট) তৈরির কাজ করছে বিটিসিএল। ৬৪ জেলার মধ্যে ইতিমধ্যে ৫৮ জেলায় সংযোগ দেওয়া সম্ভব হয়েছে। আশা করছি উপজেলা পর্যায়ে নভেম্বর মধ্যে এবং ইউনিয়ন পর্যায়ে ডিসেম্বরের মধ্যে শেষ হবে।

সিটিসেল বন্ধ করার পর কর্মকর্তা-কর্মচারীদের দেনা পাওনা পরিশোধ প্রসঙ্গে তারানা হালিম বলেন, বিটিআরসি রেগুলেটরি কোম্পানি হিসেবে শুধু রেগুলেট করবে। সুতরাং সিটিসেলের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের দায় দায়িত্ব সিটিলেরই। আশা করছি তারা তাদের দায়িত্বশীলতার পরিচয় দেবে।

সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও বিটিসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/কেএ/এআরই/এসএস/অক্টোবর ২১, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর