thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

অভিষেকে মিরাজের কীর্তি

২০১৬ অক্টোবর ২১ ১৩:১৯:১৫
অভিষেকে মিরাজের কীর্তি

দ্য রিপোর্ট প্রতিবেদক : অভিষেক টেস্ট ইনিংসেই চমক দেখালেন বাংলাদেশি অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। স্পিন ঘূর্ণিতে একে একে তুলে নিয়েছেন ৬ ইংলিশ ব্যাটসম্যানকে। তাতেই বাংলাদেশ-ইংল্যান্ড চলমান টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ২৯৩ রানে অলআউট ক্রিকেটের জন্মদাতা হিসেবে খ্যাত ইংল্যান্ড।

প্রায় সাড়ে ১৪ মাস পর বৃহস্পতিবার (২০ অক্টোবর) সাদা পোশাকে মাঠে নামে বাংলাদেশ ক্রিকেট দল। ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এখানেই দুর্দান্ত অভিষেক হয়েছে মিরাজের।

প্রথম দিনের ৫ উইকেটের সঙ্গে দ্বিতীয় দিন শুক্রবার (২১ অক্টোবর) ইংলিশ ব্যাটসম্যান স্টুয়ার্ট ব্রডের উইকেট তুলে নেন মিরাজ। তাতেই বাংলাদেশি এই তরুণের নামের পাশে লেখা হয়ে গেল ৩৯ ওভার ৫ বলে ৮০ রানের বিনিময়ে ৬ উইকেট।

মিরাজের আগেও একাধিক বাংলাদেশি অভিষেক ম্যাচে ৬ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন। তবে মিরাজের কৃতিত্বটি কিছুটা হলেও ব্যতিক্রমী। ১৯ বছর পূর্ণ হওয়ার আগেই অভিষেক টেস্টে ৬ উইকেট নেওয়ার তালিকায় বাংলাদেশি হিসেবে অন্তর্ভুক্ত হলো শুধু তারই নাম। এর আগে বাংলাদেশি কোনো বোলার টেস্ট ম্যাচে ১৯ বছর পূর্ণ হওয়ার আগে ৬ উইকেট নিতে পারেননি।

তবে মিরাজের কিছুটা আফসোস হতেই পারে, অল্পের জন্য তিনিই সব থেকে কম বয়সে টেস্ট অভিষেকে ৬ উইকেট নেওয়া একমাত্র বোলার হতে পারলেন না। কারণ তার আগে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ১৮ বছর ১৯৩ দিন বয়সে অভিষেক টেস্টে ৬ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান। ২০১১ সালের ১৭ নভেম্বর জোহানেসবার্গে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ কৃতিত্ব দেখান অজি বোলার প্যাট কামিন্স। এখন মিরাজের বয়স ১৮ বছর ৩৬১ দিন।

অবশ্য অভিষেক টেস্ট ম্যাচে ৫ উইকেট নেওয়ার তালিকায় মিরাজের আগে অজি বোলার প্যাট কামিন্স ছাড়াও আরও দুজন রয়েছেন। এরা হলেন- পাকিস্তানি শহীদ নাজির ও শহীদ আফ্রিদি। সাবেক পাকিস্তানি পেসার শহীদ নাজির ১৯৯৮ সালে ১৮ বছর ২৩৫ দিন বয়সে করাচিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫২ রানে ৫ উইকেট দখল করেন।

আর ‘বুম বুম আফ্রিদি’ খ্যাত পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি ১৯৯৬ সালে টেস্ট ক্যারিয়ারের অভিষেক ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ উইকেট শিকার করেন। সে সময় এই পাকিস্তানি লেগস্পিনারের বয়স ছিল ১৮ বছর ৩১৮ দিন।

সর্বকনিষ্ঠ হিসেবে টেস্ট অভিষেকে ৬ উইকেট নেওয়ার তালিকায় শীর্ষে না থাকলেও গত দুদিনে অনেকটা জাতীয় বীরে পরিণত হয়েছেন মিরাজ। টেস্ট অভিষেকের আগে প্রথম শ্রেণির ১২টি ম্যাচ খেললেও জাতীয় দলের হয়ে কোনো ফরম্যাটে এটাই প্রথম মাঠে নামা ছিল তার।

তবে এ বছরের ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেই নিজের জাত চিনিয়েছিলেন মিরাজ। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মিরাজ দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন। শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ না হলেও টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের ট্রফিটা ঠিকই তালুবন্দি করেন মিরাজ।

(দ্য রিপোর্ট/এসএস/এনপিএস/এনআই/এম/অক্টোবর ২১, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর