thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

অর্ধশত হলো না মুশফিকের, বাংলাদেশ ২২১/৫

২০১৬ অক্টোবর ২১ ১৩:৪৭:০৬ ২০১৬ অক্টোবর ২১ ১৪:৪৫:০০
অর্ধশত হলো না মুশফিকের, বাংলাদেশ ২২১/৫

দ্য রিপোর্ট ডেস্ক :চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২২১ রান। ক্রিজে আছেন শফিউল ও সাকিব। সাকিব ৩১ ও শফিউল রানের খাতা খুলতে পারেননি। এর আগে মুশফিক ৪৮ রানে বেন স্টোকসের শিকার হয়ে সাজঘরে ফিরে গেছেন।

শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ দল। ইমরুল কায়েস ও তামিম ইকবাল দেখেশুনেই খেলছিলেন। তবে মঈন আলির জোড়া আঘাতে বাংলাদেশ শিবিরে কিছুটা ঝড়ই বয়ে যায়। পরপর উইকেট হারিয়ে বসে তারা।

মঈন আলীর বলে ১৩.২ ওভারে বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন ইমরুল কায়েস। ৪টি চারের সাহায্যে তিনি করেন ২১ রান। এরপর একই ওভারের পঞ্চম বলে মুমিনুল হক রানের খাতা খোলার আগেই ফিরেছেন সাজঘরে।

এরপর দলের হাল ধরেন তামিম-মাহমুদউল্লাহ। তাদের জুটি থেকে আসে ৯০ রান। তবে আদিল রশিদ শেষ অব্দি এ জুটি ভাঙেন। তার বলে মাহমুদউল্লাহ ক্যাচ তুলে দিলে তা তালুবন্দি করেন জো রুট। আউট হওয়ার আগে মাহমুদউল্লাহ ৩টি চারের সাহায্যে করেন ৩৮ রান।

এর পর তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে ভর করে ভালোই এগোচ্ছিল বাংলাদেশ। এ জুটি থেকে আসে ৯০ রান। তবে দলীয় ১১৯ রানের মাথায় আদিল রশিদের বলে স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নেন মাহমুদউল্লাহ।

উদ্বোধনী ব্যাটসম্যান তামিম নিজের ক্যারিয়ারে ১৯তম অর্ধশত রানের দেখা পেয়েছেন। তবে তা আর শতকে রূপ দিতে পারেননি। শতক থেকে মাত্র ২২ রান দূরে ব্যক্তিগত ৭৮ রানে গ্যারেথ ব্যাটির বলে উইকেটরক্ষক বেয়ারস্টোর হাতে ধরা পড়েন তিনি। তার ইনিংসে ছিল ৭টি চারের মার।

বৃহস্পতিবার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংলিশরা। তারা প্রথম দিন শেষে ৯২ ওভারে ৭ উইকেটে ২৫৮ রান করে।

ম্যাচের দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে ইংলিশরা তেমন একটা সুবিধা করতে পারেননি। স্কোরবোর্ডে আর মাত্র ৩৫ রান জমা করেই অলআউট হয়েছে তারা। প্রথম বলেই তারা হারিয়েছে ক্রিস ওকসের উইকেটটি। আর ১০৫.৫ ওভারের মধ্যেই বাকি দুটি উইকেটও হারিয়েছে তারা। ফলে তাদের প্রথম ইনিংসের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ২৯৩ রানে।

(দ্য রিপোর্ট/এনপিএস/এস/এম/অক্টোবর ২১, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর