thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

মুন্সীগঞ্জ পৌঁছেছে পদ্মা সেতু নির্মাণের ক্রেন

২০১৬ অক্টোবর ২১ ১৮:৫১:৩৮
মুন্সীগঞ্জ পৌঁছেছে পদ্মা সেতু নির্মাণের ক্রেন

মুন্সীগঞ্জ প্রতিনিধি : পদ্মা সেতু নির্মাণে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে এসে পৌঁছেছে ১ হাজার টন ক্ষমতা সম্পন্ন একটি ভাসমান ক্রেন। পদ্মার প্রবল স্রোতে ও উত্তাল ঢেউয়ের মধ্যেও পাইলিংয়ের কাজ করতে সক্ষম এই ক্রেনটি। চীন থেকে সমুদ্রপথে সম্প্রতি চট্টগ্রাম বন্দরে পৌঁছে ক্রেনটি।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেল ৫টার দিকে অত্যাধুনিক এ ক্রেনটি পদ্মা সেতুর মাওয়া প্রকল্প এলাকায় পৌঁছে বলে জানান, পদ্মা বহুমুখী সেতুর প্রকল্প ম্যানেজার ও সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের।

তিনি জানান, ১ হাজার টন ক্ষমতাসম্পন্ন এই ক্রেন পদ্মা সেতু নির্মাণকাজকে গতিশীল করে তুলবে। তিনি আরও জানান, মাঝ পদ্মায় পাইলিংয়ের কাজে এটি ব্যবহার করা হবে।

(দ্য রিপোর্ট/এম/এনআই/অক্টোবর ২১, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর