thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

বাপ্পার সুর-সঙ্গীতে আওয়ামী লীগের সম্মেলন গান

২০১৬ অক্টোবর ২১ ২৩:১২:০৯
বাপ্পার সুর-সঙ্গীতে আওয়ামী লীগের সম্মেলন গান

দ্য রিপোর্ট প্রতিবেদক : উপমহাদেশের বৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম সম্মেলন অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ অক্টোবর। এবারের সম্মেলনের থিম সং তৈরি করেছেন নন্দিত সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার। কবি কামাল চৌধুরীর লেখা এই গানটির সঙ্গীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। উদ্বোধনী অনুষ্ঠানে সেটি পরিবেশন করা হবে।

এ ছাড়া থাকবে জাতীয় সংগীত, দেশাত্মবোধক গান, নাচ, কবিতা আবৃত্তি, বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা। দেশের বরেণ্য শিল্পীদের পরিবেশনায় উঠে আসবে বাংলার উদ্ভব থেকে বাংলাদেশের স্বাধীনতার প্রতিটি পর্ব। দেশের গুণী শিল্পীরা অংশ নেবেন এসব পরিবেশনায়।

জাতীয় সম্মেলন উপলক্ষে ইতোমধ্যেই গঠন করা হয়েছে সাংস্কৃতিক উপকমিটি। যার আহ্বায়ক হিসেবে রয়েছেন দলের সাংস্কৃতিক সম্পাদক ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। আর সদস্য সচিব হিসেবে আছেন সিরাজগঞ্জের সংসদ সদস্য চয়ন ইসলাম।

সম্মেলনের সাংস্কৃতিক আয়োজন প্রসঙ্গে আসাদুজ্জামান নূর দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, 'আওয়ামী লীগের সঙ্গে জড়িয়ে আছে এ দেশের সংস্কৃতি। সংস্কৃতিবান্ধব এ দলটির জাতীয় সম্মেলনে সে জন্য রাখা হয়েছে বর্ণাঢ্য আয়োজন। যা মুগ্ধ করবে বিভিন্ন দেশ থেকে আসা অতিথিদের- এমনটাই আমাদের চাওয়া।'

তিনি জানান, উদ্বোধনী দিনে (২২ অক্টোবর) জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক গান পরিবেশনার মধ্য দিয়ে শুরু হবে এ সম্মেলন। এর পর কবি কামাল চৌধুরীর লেখা ও বাপ্পা মজুমদারের সুর-সঙ্গীতায়োজনে সম্মেলন সঙ্গীত পরিবেশিত হবে।'

জানা গেছে, সম্মেলনের উদ্বোধনী দিন সন্ধ্যায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত অতিথিদের জন্য থাকবে সাংস্কৃতিক সন্ধ্যা। সেখানে গান, কবিতা পাঠ ছাড়াও দেশের ইতিহাস ও ঐতিহ্য নির্ভর তথ্যচিত্র প্রদর্শন করা হবে।'

(দ্য রিপোর্ট/পিএস/এম/অক্টোবর ২১, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর