thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

বার্সার বিপক্ষে ম্যাচের আগে আত্মবিশ্বাসী প্রাণদেল্লি

২০১৬ অক্টোবর ২২ ১২:৫০:১৬
বার্সার বিপক্ষে ম্যাচের আগে আত্মবিশ্বাসী প্রাণদেল্লি

দ্য রিপোর্ট ডেস্ক : লা লিগায় কাতালান ক্লাব বার্সেলোনা শনিবার (২২ অক্টোবর) মুখোমুখি হবে ভ্যালেন্সিয়ার। আর এই ম্যাচে জয়ের স্বপ্নই দেখছে ভ্যালেন্সিয়ার কোচ চেজারে প্রাণদেল্লি। যদিও তিনি জানেন বার্সার আর্জেন্টাইন তারকা খেলোয়াড় লিওনেল মেসিকে আটকানো একরকম অসম্ভব।

শনিবার বাংলাদেশ সময় রাত সোয়া ৮টায় নিজেদের মাঠ মেস্তেলায় বার্সাকে আতিথ্য জানাবে ভ্যালেন্সিয়া।

লিগের ম্যাচে গত এপ্রিলে ন্যু ক্যাম্পে বার্সার বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছিল ভ্যালেন্সিয়া। সেই জয়ের ওপর ভরসা করেই এই ম্যাচেও জয়ের প্রত্যাশাই করছে দলটি। তার ওপর আবার এবারের ম্যাচটি তাদের নিজেদের মাঠে হবে। তাই কিছুটা সুবিধা তো তারা পাবেই।

কিন্তু এদিকে বার্সাও রয়েছে দুরন্ত ফর্মে। লিগের শেষ ম্যাচে পেপ গার্দিওয়ালার ম্যানচেস্টার সিটিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে জয় পেয়েছে। আর ওই ম্যাচে ইনজুরি থেকে ফেরা মেসি হ্যাটট্রিক করেছেন। দুরন্ত ছন্দে রয়েছেন ফুটবলের এই খুদে জাদুকর।

আর দলের কোচ লুইস এনরিককে শনিবারের এই ম্যাচটির আগে বেশ আত্মবিশ্বাসীই দেখা গেল। তবে তিনি জানান যে মোটামুটি নতুন ভ্যালেন্সিয়ার মুখোমুখিই তাদের হবে। কেননা প্রাণদেল্লি এই কিছুদিন হলো দলটির দায়িত্ব নিয়েছেন।

এ বিষয়ে এনরিকে বলেন, ‘আমরা কিছুটা অপরিচিত ভ্যালেন্সিয়ার মুখোমুখিই হতে চলেছি। কারণ খুব অল্প সময় হয়েছে প্রাণদেল্লি দলটির দায়িত্ব নিয়েছেন।’

এদিকে প্রাণদেল্লিও বেশ আত্মবিশ্বাসী। ইতালিয়ান এই কোচের অধীনে এটাই প্রথম ঘরের মাঠে ম্যাচ। ঘরের মাঠে তাদের প্রথম প্রতিপক্ষই মেসির বার্সা। আর মেসির বিপক্ষে খেলাটাকে প্রাণদেল্লি সম্মানের হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘মেসিকে থামানোর কোন উপায় নেই। তিনি ফুটবল ফেন্টাসি। তার সবই আছে। মেসির বিপক্ষে খেলাটাও সম্মানের।’

তিনি আরও বলেন, ‘বার্সেলোনার মত দলের মুখোমুখি হলে আপনাকে কিছুটা ভুগতেই হবে। কিন্তু ম্যাচে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। আর তাদেরকেও কিছুটা ভোগানোর চেষ্টা আমাদের করতে হবে।’

(দ্য রিপোর্ট/এনপিএস/এনআই/অক্টোবর ২২, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর