thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

দিনাজপুরে পায়ে হেঁটে যুবকের দেশভ্রমণ

২০১৬ অক্টোবর ২২ ১৫:২৯:১৬
দিনাজপুরে পায়ে হেঁটে যুবকের দেশভ্রমণ

দিনাজপুর প্রতিনিধি : ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আর নয় শিশু শ্রম এবার চাই শিক্ষা’ এ শ্লোগান নিয়ে দিনাজপুর জিরো পয়েন্ট থেকে পায়ে হেঁটে দেশ ভ্রমণে বের হয়েছেন নাসিম তালুকদার।

শনিবার সকাল ৯টায় দিনাজপুর জিরো পয়েন্ট থেকে দেশভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন তিনি।

প্রতিদিন তিনি গড়ে ৩৫-৪০কিলোমিটার রাস্তা হেঁটে যাবেন। পায়ে হেঁটে দিনাজপুর, বিরামপুর হয়ে ১৩০ দিনে দেশভ্রমণ করে পঞ্চগড়, ঠাকুরগাঁও হয়ে দিনাজপুর এসে সমাপ্ত হবে।

দিনাজপুর কেবিএম কলেজ থেকে সদ্য এইচএসসি পাস করা শিক্ষার্থী মো. নাসিম তালুকদার দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, শিশুরা যাতে তাদের অধিকার নিয়ে বেড়ে উঠতে পারে সেই লক্ষ্যে সচেতনতা বৃদ্ধির জন্য পায়ে হেঁটে দেশ ভ্রমণে বের হয়েছেন। পায়ে হেঁটে দেশভ্রমণ শেষে একটি প্রতিবেদন তৈরি করে আনুষ্ঠানিকভাবে তা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শ্রমমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের কাছে দিবেন।

তার সঙ্গে আরও ৪টি জেলার মোট আটজন সফর সাথী হতে ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/একেএ/এফএস/অক্টোবর ২২, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর