thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

কুড়িগ্রামে ৩ দিনব্যাপী মিনি বিশ্ব ইজতেমা সম্পন্ন

২০১৬ অক্টোবর ২২ ১৬:০৮:১৬
কুড়িগ্রামে ৩ দিনব্যাপী মিনি বিশ্ব ইজতেমা সম্পন্ন

কুড়িগ্রাম প্রতিনিধি : দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি এবং বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের শান্তি কামনা করে শনিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে কুড়িগ্রামে তিন দিনব্যাপী মিনি বিশ্ব ইজতেমা শেষ হয়েছে।

কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ইজতেমায় মোনাজাত পরিচালনা করেন কাকরাইল তাবলিগ জামাতের সুরা সদস্য মাওলানা ফারুক হোসেন।

বৃহস্পতিবার আছরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার মূল পর্ব। ইজতেমায় বয়ান পরিচালনা করেন তাবলীগ জামাতের কেন্দ্রীয় সুরা সদস্যরা। ইজতেমায় জেলার ধর্মপ্রাণ মুসল্লিসহ দেশ-বিদেশের প্রায় লক্ষাধিক মুসল্লি অংশ নেন।

ঢাকার টঙ্গী বিশ্ব ইজতেমায় জায়গা সংকুলান না হওয়ায় কুড়িগ্রামসহ দেশের ৩২টি জেলায় প্রতিবছর মিনি বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। বাকি ৩২ জেলা নিয়ে টঙ্গীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে যথাসময়ে।

(দ্য রিপোর্ট/এইচ/এফএস/অক্টোবর ২২, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর