thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

ঝিনাইদহে লিপু হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন

২০১৬ অক্টোবর ২২ ১৬:১২:৪৮
ঝিনাইদহে লিপু হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মোতালেব হোসেন লিপু হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জেলা সদরের আমতলা বাজারে মকিমপুর গ্রামবাসী ও স্থানীয় ছাত্র-শিক্ষক সমাজের ব্যানারে শনিবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে নিহত লিপুর স্বজন, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন চলাকালে লিপু হত্যাকাণ্ডের প্রতিবাদ সম্বলিত বিভিন্ন প্লাকার্ড বহন করা হয়।

মানববন্ধনে বক্তারা ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার মকিমপুর গ্রামের মেধাবী শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র মোতালেব হোসেন লিপু হত্যার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিচারের দাবি জানান। মানববন্ধন চলাকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।

(দ্য রিপোর্ট/এইচ/এফএস/অক্টোবর ২২, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর