thereport24.com
ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল 24, ৩ বৈশাখ ১৪৩১,  ৮ শাওয়াল 1445

রাজধানীতে বাড়িওয়ালার ধাক্কায় ভাড়াটিয়ার মৃত্যু

২০১৬ অক্টোবর ২২ ১৮:৩২:০১
রাজধানীতে বাড়িওয়ালার ধাক্কায় ভাড়াটিয়ার মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকার একটি বাসায় বাড়িওয়ালার ধাক্কায় আছর আলী (৫৫) নামের এক ভাড়াটিয়ার মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত আছর আলীর ছেলে আল মামুন দ্য রিপোর্টকে জানান, তারা ঐ বাসার চারতালায় ভাড়া থাকতেন। সকালে এক ভাঙারিওয়ালার কাছে কিছু লোহার বস্তু বিক্রির জন্য চারতলায় ওঠাতে গেলে দাঁড়োয়ান বাধা দিলে তার সঙ্গে তর্ক হয়। পরে বাড়ির মালিক হারুন অর রশিদ এসে গলা ধাক্কা দিয়ে ফেলে দেয়। মাটিতে পরে গিয়ে অচেতন হয়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে ফরাজি হাসপাতাল এবং পরে হৃদরোগ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনিত হলে সেখান থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে বিকেল চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ জলিল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তাদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলায়।

(দ্য রিপোর্ট/আরএস/এপি

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর