thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

কুয়াকাটায় ইলিশ প্রজনন উৎসব

২০১৬ অক্টোবর ২২ ১৯:০৮:১৫
কুয়াকাটায় ইলিশ প্রজনন উৎসব

কুয়াকাটা প্রতিনিধি : কুয়াকাটায় আন্ধারমানিক নদীর অভয়াশ্রমে প্রথম বারের মতো ইলিশ প্রজনন উৎসব-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ অক্টোবর) বেলা ১১টায় কুয়াকাটার আবাসিক হোটেল বীচ হ্যাভেনে এ উৎসব অনুষ্ঠিত হয়।

ইউএসএআইডি’র ইকোফিশ প্রকল্প ও মৎস্য অধিদপ্তর যৌথ ব্যবস্থাপনায় এ উৎসবে ইকোফিশ প্রকল্পের টিম লিডার ড. অবদুল ওহাব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় প্রধান অতিথি ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব সুলতানা অফরোজ। শাহরিন হকের সঞ্চালনায় বক্তব্য দেন ইউএসএআইডির নাথান সেইজ, মাইক ফরম্যান, হাওয়া হ্যাংনার। এ সময় বরিশাল বিভাগ ও পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা এবং কলাপাড়া উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও জেলে এবং জেলে পরিবারের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, মা-ইলিশ রক্ষায় বিগত বছরের চেয়ে আমাদের জেলেরা অনেক সচেতন হয়েছেন। কারণ তারা নিজেরাই এ মাছ ধরা থেকে বিরত থাকেন। গত ৯ দিনে এখন পর্যন্ত কোনো জেলে সাগরে মাছ ধরতে যাননি। যার ফলে দিন দিন দক্ষিণাঞ্চলে ইলিশ মাছ বৃদ্ধি পেয়েছে।

পটুয়াখালীর বিভিন্ন জেলায় সাত দিনব্যাপী আয়োজিত এ উৎসবে বিভিন্ন তথ্যচিত্র প্রদর্শনের পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে শিশুতোষ নাটক নদীর রাজা ইলিশ নাটিকা মঞ্চস্থ হয়।

(দ্য রিপোর্ট/এম/অক্টোবর ২২, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর