thereport24.com
ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল 24, ৩ বৈশাখ ১৪৩১,  ৮ শাওয়াল 1445

এশিয়াকাপের নারী ক্রিকেট দল ঘোষণা

২০১৬ অক্টোবর ২৩ ১৩:১০:৫৪
এশিয়াকাপের নারী ক্রিকেট দল ঘোষণা

দ্য রিপোর্ট প্রতিবেদক : থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া টি২০ এশিয়া কাপকে সামনে রেখে নারীদের জাতীয় দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে বিসিবি।

জাহানারা আলমকে অধিনায়ক করে ঘোষণা করা হয়েছে ১৫ সদস্যের এই নারী দল। ইনজুরির কারণে টি২০ বিশ্বকাপে খেলতে না পারা সাবেক অধিনায়ক সালমা খাতুন রাখা হয়েছে এই স্কোয়াডে। এছাড়া স্কোয়াডে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে আরও ৫ নারী ক্রিকেটারকে।

উল্লেখ্য, আগামী ২৭ নভেম্বর থাইল্যান্ডে টি২০ ফরমেটে অনুষ্ঠিত হবে ষষ্ঠ নারী এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট।

১৫ সদস্যের নারী দলে যারা আছেন :

জাহানারা আলম (অধিনায়ক), রুমানা আহমেদ, নিগার সুলতানা, ফারজানা হক, খাদিজাতুল কোবরা, রিতু মনি, ফাহিমা খাতুন, আয়েশা রহমান, নাহিদা আক্তার, পান্না ঘোষ, সুরইয়া আজমিন, জান্নাতুল ফেরদৌস, শারমিন সুলতানা, শোভানা মোসতারি ও সালমা খাতুন।

এছাড়া স্ট্যান্ডবাই হিসেবে আছেন :

সানজিদা ইসলাম, লতা মণ্ডল, শায়লা শারমিন, মোর্শেদা খাতুন ও শারমিন আক্তার সুপ্তা।

(দ্য রিপোর্ট/এজে/অক্টোবর ২৩, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর