thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

কার্যনির্বাহী কমিটিতে আসছেন জয়?

২০১৬ অক্টোবর ২৩ ১৪:৪১:৪৮
কার্যনির্বাহী কমিটিতে আসছেন জয়?

দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কেই নিয়েই কাউন্সিলে চলছে যতসব আলোচনা।

রবিবার আওয়ামীলীগের বিশ তম সম্মেলনের দ্বিতীয় দিনে কাউন্সিল অধিবেশনের প্রথম পর্বে শেখ হাসিনাকে পুনরায় সভাপতি ও সজীব ওয়াজেদ জয়কে দলের গুরুত্বপূর্ণ রাখার জন্য তৃণমূলের নেতারা দাবি জানিয়েছেন।

কাউন্সিল অধিবেশন থেকে বের হয়ে দলের নাম প্রকাশে অনিচ্ছুক নীতিনির্ধারক পর্যায়ের তিনজন নেতা দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডট কমকে এতথ্য জানায়।

সূত্র জানায়, তৃণমূলের নেতারা জয়ের জন্য জোড় দাবি জানালে শেখ হাসিনা তাদের উদ্দেশ্য বলেন, ‘জয় গুরুত্বপূর্ণ জায়গাতেই আছে।’

এ সময় তাকে কার্যনির্বাহী কমিটিতে রাখারা জন্য সমবেতভাবে দাবি তুলেন সারাদেশ থেকে আগত নেতারা। এ সময় শেখ হাসিনা সভাপতি থাকবেন কী না এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

তবে দলের সাধারণ সম্পাদক পদে সৈয়দ আশরাফুল ইসলাম চেয়ে ওবায়দুল কাদেরের নামেই বেশি আসছে বলে সূত্রটি জানায়।

তবে প্রথম অধিবেশনে তানজীম আহমদের সোহেল তাজকে নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান দলের বর্ষীয়ান তিন নেতা।

(দ্য রিপোর্ট/এমএ/এআরই/অক্টোবর ২৩, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর