thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

সুন্দরগঞ্জে ভোটযুদ্ধে স্বামী-স্ত্রী

২০১৬ অক্টোবর ২৩ ২০:১৬:১৩
সুন্দরগঞ্জে ভোটযুদ্ধে স্বামী-স্ত্রী

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১১নং হরিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম রঞ্জু ও তার স্ত্রী মোছা. রোকসানা বেগমের ভোটযুদ্ধ বেশ জমে উঠেছে। তবে বিপাকে পড়েছেন সাধারণ ভোটাররা।

আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচনে হরিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে জাতীয় পার্টি মনোনীত মো. রফিকুল ইসলাম রঞ্জু (লাঙল) ও তার স্ত্রী রোকসানা বেগম স্বতন্ত্র প্রার্থী হিসেবে (মোটরসাইকেল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করায় এলাকার ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ নিয়ে ভোটারদের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে স্বামী-স্ত্রী মধ্যে ততই প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত স্বামী-স্ত্রী দুজনেই গণসংযোগ করছেন।

এ বিষয়ে রফিকুল ইসলাম রঞ্জু বলেন, ‘আমরা স্বামী-স্ত্রী চেয়ারম্যান পদে প্রার্থী হলেও অনেক সময় দুজনই একসঙ্গে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করছি। আমাদের মধ্যে কোনো বিরোধ নেই, কিংবা স্ত্রী আমার কোনো প্রতিপক্ষও না। দলীয়ভাবে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। পূর্বেও ইউনিয়নে প্রতিনিধিত্ব করেছি। মানুষের সুখ-দুঃখে ও বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছি। সে কারণে তাকে আবার চেয়ারম্যান পদে দেখতে চায় এলাকাবাসী।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আবদুল মালেক জানান, সীমানা-সংক্রান্ত জটিলতার কারণে হরিপুর ইউনিয়নে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ফলে আগামী ৩১ অক্টোবর ওই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। হরিপুর ইউনিয়নে মোট ভোটার ১৪ হাজার ৩৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৯৯৭ ও নারী ভোটার ৭ হাজার ৩৯১ জন।

(দ্য রিপোর্ট/এম/অক্টোবর ২৩, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর