thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

জনপ্রিয়তায় শেখ হাসিনা, আশরাফের চমক

২০১৬ অক্টোবর ২৩ ২১:০৬:৪৭
জনপ্রিয়তায় শেখ হাসিনা, আশরাফের চমক

জনপ্রিয়তার শীর্ষে থেকেই পুনরায় আগামী ৩ বছরের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের আগে এবং পরে শেখ হাসিনা নতুন নেতৃত্বের প্রত্যাশা করেছিলেন। সম্মেলনের সমাপনী দিনেও তিনি তার জায়গায় (সভাপতির দায়িত্বে) নতুন কাউকে আনার জন্য কাউন্সিলরদের প্রতি বিশেষ আহবান জানান। তার ভাষ্য ছিল—‘অনেক চড়াই-উৎরাইয়ের মধ্যে ৩৫ বছর ধরে দলের সভাপতির দায়িত্বে আছি। এতদিন একই পদে একজনের থাকা ঠিক না। সুতরাং আপনারা নতুন কাউকে সভাপতির পদে আনুন এবং সুন্দর আগামীর প্রত্যাশা করুন।’

শেখ হাসিনার এমন বক্তব্যের পর সারা দেশ থেকে আগত কাউন্সিলরদের কাছ থেকে পুরো সম্মেলন প্রাঙ্গণজুড়ে উঠে বিনয়ী প্রতিবাদ ও শেখ হাসিনাকে পুনরায় সভাপতির দায়িত্ব নেওয়ার সুদৃঢ় আহবান। এর আগে সম্মেলনে আগত জেলা পর্যায়ের নেতারা তাদের বক্তৃতায় সভাপতির পদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপরিহার্যতার কথা নানা যুক্তিতে তুলে ধরেন। পরে সম্মেলনে নেতা নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলে সকল কাউন্সিলের সম্মতিক্রমে শেখ হাসিনা পুনরায় ঐতিহ্যবাহী এই দলটির সভাপতির আসনে বহাল থাকেন। এ সময় নতুন স্বপ্ন ও সুন্দর আগামীর কথা বিবেচনা করে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস-উন্মাদনার সৃষ্টি হয়।

এদিকে, বহুল জল্পনা-কল্পনা ও নানা গুঞ্জনের অবসান ঘটিয়ে সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন দলের সাবেক প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের। কিন্তু চমক দেখালেন দলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। যেখানে সাধারণ সম্পাদক পদে তারই প্রতিদ্বন্দ্বী হওয়ার কথা, সেখানে দাঁড়িয়ে সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন স্বয়ং সৈয়দ আশরাফুল ইসলাম। কাউন্সিল অধিবেশনে হঠাৎ এমন চমক দেখালে উপস্থিত কাউন্সিলররা হাততালি দিয়ে তার প্রস্তাব সানন্দে গ্রহণ করেন। তার এই প্রস্তাবের মধ্য দিয়ে গত এক সপ্তাহ ধরে চলে আসা গুঞ্জনের অবসান হয়। এর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেছিলেন ‘সম্মেলনে চমক আছে’। আগত অতিথিরা এটাকেই চমক ও উদারতা হিসেবে ধরে নিচ্ছেন।

আওয়ামী লীগের বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের এমন সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অষ্টমবারের মতো সভাপতি দায়িত্ব পাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। আওয়ামী লীগে সৈয়দ আশরাফুল ইসলামের অবদানের মূল্যায়ন করে শেখ হাসিনা বলেন, ‘ওকে আমি নিজের ছোট ভাই হিসেবে দেখি। আওয়ামী লীগে তার যে অবদান তা অপরিসীম। আজকে সে স্বতস্ফুর্তভাবে নতুন সাধারণ সম্পাদকের নাম প্রস্তাব করেছে। এতে ব্যক্তিগতভাবে আমি খুশি হয়েছি।আমি তার মঙ্গল কামনা করি।’

সদ্য দায়িত্বপ্রাপ্ত ওবায়দুল কাদেরকে অভিবাদন জানিয়ে সম্মেলন মঞ্চে শেখ হাসিনা বলেন, ‘ওবায়দুল কাদের একজন দক্ষ রাজনীতিক। দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সুন্দর আগামীর জন্য দলের হয়ে সে কাজ করবে, এমন প্রত্যাশা করি।’

(দ্য রিপোর্ট/এমএ/জেডটি/অক্টোবর ২৩, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর