thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

যেভাবে সামনে এলেন আবদুর রহমান

২০১৬ অক্টোবর ২৩ ২১:৩৫:৫৯
যেভাবে সামনে এলেন আবদুর রহমান

দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে গঠনতন্ত্র সংশোধন করে নতুন যুক্ত হওয়া যুগ্ম-সাধারণ সম্পাদক পদটিতে দায়িত্ব পেলেন সদ্য সাবেক কমিটির কেন্দ্রীয় সদস্য আবদুর রহমান। ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া গ্রামে তার জন্ম। স্কুল জীবনেই রাজনীতির হাতেখড়ি এই নেতার।

১৯৬৯ সালের ১৯ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামসুজ্জোহা হত্যার ঘটনায় এক প্রতিবাদ মিছিল থেকে ছাত্র রাজনীতির শুরু। সে সময় ঘষেটি চন্দ্রভূষণ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন তিনি। স্বাধীনতাপরবর্তী সময়ে ১৯৭৩ সালে ফরিদপুর সরকারি ইয়াসিন কলেজ ছাত্র সংসদে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। একই সময়ে ফরিদপুর জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলতে ভারতে চলে যান। সেখান থেকে সশস্ত্র সংগ্রাম চালাতে থাকেন। দেশে ফিরে আসার পর গ্রেফতার হন। সশস্ত্র সংগ্রামের অপরাধে গ্রেফতার হয়ে জেলে গিয়েছিলেন। জেল থেকে মুক্তি পাওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য হন। পরবর্তী সময়ে ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৮৬ সালে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তী সময়ে দীর্ঘদিন কেন্দ্রীয় পর্যায়ে আওয়ামী লীগের কর্মীর মতোই কাজ করেন। ২০০২ সালে আওয়ামী লীগের সম্মেলনে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালের সম্মেলনে পদ-অবনতি হয়ে কেন্দ্রীয় সদস্য হয়েছিলেন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নবম জাতীয় সংসদ নির্বাচনে ও ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১২ সালের ২৯ ডিসেম্বর আওয়ামী লীগের ১৯তম জাতীয় সম্মেলনেও তিনি কেন্দ্রীয় সদস্য হিসেবেই কমিটিতে স্থান পেয়েছিলেন। এবারের ২০তম জাতীয় সম্মেলনে নবগঠিত কমিটিতে যুক্ত হওয়া অতিরিক্ত একটি যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

(দ্য রিপোর্ট/এমএ/এপি/এনআই/অক্টোবর ২৩, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর