thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

জয়নুল গ্যালারিতে জয়দেব বিশ্বাসের ‘কারুশিল্পের নান্দনিকতা’

২০১৬ অক্টোবর ২৪ ১৮:৪৭:৪৯
জয়নুল গ্যালারিতে জয়দেব বিশ্বাসের ‘কারুশিল্পের নান্দনিকতা’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি-২ এ তরুণ শিল্পী জয়দেব বিশ্বাসের ‘কারুশিল্পের নান্দনিকতা’ শীর্ষক প্রথম একক শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার ও কারুশিল্প বিভাগের অনারারি অধ্যাপক শিল্পী আব্দুস শাকুর শাহ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কারুশিল্প বিভাগের চেয়ারম্যান মো. ফারুক আহাম্মদ মোল্লা। প্রদর্শনীতে উডওয়ার্ক, মেটাল ওয়ার্ক, ট্যাপেস্ট্রি, বাটিক, স্ক্রিন প্রিন্ট, মুখোশ ইত্যাদি মাধ্যমের মোট ৩০টি শিল্পকর্ম প্রদর্শিত হয়।

বিভিন্ন মাধ্যমের সৃজনশীল কাজগুলো দর্শকদের আনন্দ দান করবে বলে অতিথিরা তাদের বক্তব্যে বলেন। প্রদর্শনী চলবে ৩০ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।

(দ্য রিপোর্ট/এপি/অক্টোবর

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর