thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

নোট ৭-এর বদলে নোট ৮

২০১৬ অক্টোবর ২৪ ২২:১৬:৩০
নোট ৭-এর বদলে নোট ৮

দ্য রিপোর্ট ডেস্ক : স্মার্টফোনের ক্রেতা ধরে রাখতে নোট ৭ ক্রেতাদের জন্য ‘আপগ্রেড প্রোগ্রাম’ ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়ার স্মার্টফোন তৈরির প্রতিষ্ঠান স্যামসাং। এ কর্মসূচির আওতায় যারা নোট ৭ ফেরত দিয়ে গ্যালাক্সি এস ৭ ফোন নেবেন, তারা পরবর্তী সময়ে গ্যালাক্সি এস ৮ কিংবা নোট ৮ স্মার্টফোন কম খরচে কিনতে পারবেন। সংবাদ রয়টার্সের।

সোমবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে স্যামসাং জানায়, আপাতত দক্ষিণ কোরিয়ায় এ প্রোগ্রাম চালু হচ্ছে। নোট ৭-এর বদলে যারা গ্যালাক্সি এস ৭ ফোন নেবেন তারা আগামী বছর গ্যালাক্সি এস ৮ বা নোট ৮ নিতে পারবেন, এস ৭-এর অর্ধেক দামেই।


নোট ৭ স্মার্টফোন বিস্ফোরিত হয়ে আগুন লাগার বেশ কিছু ঘটনার খবর প্রকাশিত হওয়ার পর এর উৎপাদন পুরোপুরি বন্ধ করে দিয়েছে বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। সেই সঙ্গে বাজার থেকে নোট ৭ সিরিজের সব স্মার্টফোন তুলে নিচ্ছে স্যামসাং। তবে নোট ৮–এর ঘোষণা দেওয়ার মাধ্যমে নোট সিরিজ চালু রাখার বিষয়টি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

বাজার বিশ্লেষকরা বলছেন, নোট ৭ ফেরত নেওয়ায় যে ক্ষতি হয়েছে, তা গ্যালাক্সি এস ৮ স্মার্টফোনের বিপণন ও প্রচার কৌশলের মাধ্যমে পুষিয়ে নিতে চাইছে স্যামসাং।

(দ্য রিপোর্ট/এমএইচএ/জেডটি/এনআই/অক্টোবর ১৬, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর