thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

দুর্নীতির দায়ে চীনের ১০ লাখ সরকারি কর্মকর্তার শাস্তি

২০১৬ অক্টোবর ২৫ ০৮:৩৯:৪৭
দুর্নীতির দায়ে চীনের ১০ লাখ সরকারি কর্মকর্তার শাস্তি

দ্য রিপোর্ট ডেস্ক : নানা ধরনের দুর্নীতির অপরাধে গত তিন বছরে ১০ লাখেরও বেশি সরকারি কর্মকর্তাকে শাস্তি দেয়া হয়েছে বলে জানিয়েছে চীনের কর্তৃপক্ষ।

বিবিসির খবরে বলা হয়, তিন বছরে এই অপরাধে অভিযুক্ত ৪০৯ জন পলাতককে আটক করা হয়েছে বলে কর্মকর্তারা বলছেন।

ঘুষ গ্রহণ এবং স্বজনপ্রীতির মত দুর্নীতিতে সাজাপ্রাপ্তদের মধ্যে যেমন নিম্নপদস্থ কর্মকর্তা রয়েছেন, তেমনি মন্ত্রিসভার সদস্যের মত ক্ষমতাধর নেতারাও রয়েছেন।

বেইজিং-এ চীনা কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নীতি নির্ধারণী প্লেনাম বৈঠকে আগে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রেসিডেন্ট শি জিনপিং ব্যাপক এক দুর্নীতিবিরোধী অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। কোন কোন বিশ্লেষকের মতে, প্রেসিডেন্ট শি তার রাজনৈতিক প্রতিদ্বন্দীদের বিরুদ্ধে এই অভিযানকে ব্যবহার করছেন।

তবে তিনি এই অভিযোগ বরাবরই অস্বীকার করে থাকেন। কমিউনিস্ট পার্টির বৈঠকে দলের নিয়মকানুনে সম্ভাব্য পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা করা হবে।

এসব পরিবর্তনের ফলে প্রেসিডেন্ট শির ক্ষমতা আরও বেড়ে যেতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

(দ্য রিপোর্ট/এআরই/এনআই/অক্টোবর ২৫, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর