thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

গত অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ১১ শতাংশ

২০১৬ অক্টোবর ২৫ ১৪:২১:৪৪
গত অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ১১ শতাংশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর চূড়ান্ত হিসাবে গত অর্থবছর দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) দাঁড়িয়েছে ৭ দশমিক ১১ শতাংশ। আগে প্রাথমিক হিসাবে বলা হয়েছিল ৭ দশমিক শূন্যে ৫ শতাংশ হবে। এছাড়া দেশের মানুষের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ১ হাজার ৪৬৫ ডলার, যা প্রাথমিক হিসাবে বলা হয়েছিল ১ হাজার ৪৬৬ ডলার। এক্ষেত্রে প্রাথমিক হিসাবের চেয়ে ১ ডলার কম হয়েছে।

একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মন্ত্রী বলেন, ডলারের দামের সঙ্গে তার তথ্যের গড়মিলে মাথাপিছু আয় ১ ডলার কম হয়েছে। আমরা হিসাব করেছিলাম প্রতি ডলারের দাম ৭৮ টাকা ১৫ পয়সা ধরে। সেটি পরবর্তীতে ৭৮ টাকা ২৭ পয়সা হয়েছে।

বিবিএসএর হিসাবে, কৃষিখাতে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৭৯ শতাংশ। শিল্পখাতে প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক শূন্য ৯ শতাংশ এবং সেবাখাতে প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ২৫ শতাংশ।

পরিকল্পনামন্ত্রী আরো বলেন, বিশ্বব্যাংক ও এডিবি তাদের প্রতিবেদনে বলেছে গত অর্থবছর বাংলাদেশের প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ১ শতাংশ। এখন আমাদের এ হিসাবটিই চূড়ান্ত। বর্তমান বিদেশি বিনিয়োগ বাড়ছে। ২ বিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ এসেছে। এটা ভাল দিক।

(দ্য রিপোর্ট/জেজে/এপি/অক্টোবর ২৫, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর