thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন : রিজভী

২০১৬ অক্টোবর ২৫ ১৫:৪৬:৪৫
দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন : রিজভী

দ্য রিপোর্ট প্রতিবেদক : অবিলম্বে নিরপেক্ষ সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠন এবং জাতীয় নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে আওয়ামী লীগের নতুন কমিটর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

মঙ্গলবার (২৫ অক্টোবর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

রিজভী বলেন, ‘দেশবাসী প্রত্যাশা করে আওয়ামী লীগের নতুন কমিটির দেশের হৃত গণতন্ত্র পুনরুদ্ধারে এবং দেশের সঙ্কট নিরসনে কাজ করবে। সেইসাথে আমরাও নতুন কমিটির কাছে প্রত্যাশা করবো-তারা অবিলম্বে নির্বাচন কমিশন পুনর্গঠনের লক্ষ্যে নিরপেক্ষ সার্চ কমিটি গঠন করবে এবং নিরপেক্ষ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবে।’

তিনি বলেন, ‘অতীতেও সার্চ কমিটি গঠনের মাধ্যমে এমন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে যাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। আবারো যদি একই ধরনের নির্বাচন কমিশন গঠন করা হয় তাহলে দেশের গণতন্ত্র এবং রাজনীতির স্থান হবে গোরস্থান।’

ছেলের চিকিৎসার জন্য বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে থাইল্যান্ডে যেতে না দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রুহুল কবির রিজভী।

তিনি বলেন, পাসপোর্টের মেয়াদ ছিল, হয়রানি না করতে আদালতের নির্দেশনাও ছিল। কিন্তু তাকে সম্পূর্ণ অন্যায়ভাবে থাইল্যান্ডে যেতে দেওয়া হয়নি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, হাফেজ এম এ মালেক, শাহ মো: নেসারুল হক প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএইচ/এমকে/অক্টোবর ২৫, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর