thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

ভারত গণতন্ত্র হত্যায় ‘সহযোগিতা’ করছে : দুদু

২০১৬ অক্টোবর ২৬ ১৩:৫৩:০৫
ভারত গণতন্ত্র হত্যায় ‘সহযোগিতা’ করছে : দুদু

দ্য রিপোর্ট প্র‌তি‌বেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ভারত যেমন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করছিল ঠিক একইভাবে গণতন্ত্র হত্যার জন্য সহযোগিতা করছে।

বুধবার (২৬ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

'কাশ্মীর ইস্যু এবং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অস্থিতিশীলতা' শীর্ষক এ মানববন্ধনের আয়োজন করে ‘জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’।

শামসুজ্জামান দুদু বলেন, ‘কাশ্মীরের বিষয়ে বাংলাদেশ সরকার ভারতের পক্ষ নিয়েছে। কিন্তু বাংলাদেশের জনগণ কাশ্মীরের সঙ্গে রয়েছে। এ কথা ভারতের মনে রাখা উচিত।’
সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আগে গণতন্ত্র, এরপর সকল আলোচনা। তাই আসুন, দেশে গণতন্ত্র ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আলোচনায় বসি।’

তিনি বলেন, আমরা প্রত্যাশা করেছিলাম আওয়ামী লীগের কাউন্সিল থেকে গণতন্ত্রের পক্ষে কোন সিদ্ধান্ত ও ঘোষণা আসবে। কিন্তু তা আসেনি।

সরকারবিরোধী আন্দোলনের মতই গণঅভ্যুত্থানেও বিএনপি নেতৃত্ব দেবে বলে আশা প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, ‘বর্তমান ক্ষমতাসীনরা জনগণের কাছে এক সময় পরাজিত হবে।’

আয়োজক সংগঠনের সভাপতি এ কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সহ-সাংগঠনিক আব্দুস সালাম আজাদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএইচ/এমকে/এনআই/অক্টোবর ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর