thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

দেশে মৃদু ভূমিকম্প অনুভূত

২০১৬ অক্টোবর ২৬ ১৫:৩১:১৩
দেশে মৃদু ভূমিকম্প অনুভূত

দ্য রিপোর্ট প্রতিবেদক : চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এ ভূকম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৮। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (২৬ অক্টোবর) বেলা ১২টা ২৯ মিনিটে এ ভূমিকম্পটি অনুভূত হয়। তবে কম্পনের মাত্র মৃদু হওয়ায় ঢাকাসহ বেশ কিছু অঞ্চলে তা অনুভূত হয়নি।

বাংলাদেশ আবহওয়া অধিদফতর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারত-বাংলাদেশ সীমান্তে। ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত ভূমিকম্পন পরিমাপক যন্ত্রসিসমিক সেন্টার থেকে ২৫৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে,যা বান্দরবন জেলার নিকটবর্তী।

এ বিষয়ে আবহওয়া অধিদফতরের আবহওয়াবীদ মো. আব্দুল মান্নান দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘দুপুরের দিকে ভারত-বাংলাদেশ সীমান্তে ভূমিকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল বান্দরবন জেলা থেকে কাছাকাছি। কম্পনের মাত্রা মৃদু হওয়ায় ঢাকাসহ অনেক অঞ্চলে তা অনুভূত হয়নি বললেই চলে।

(দ্য রিপোর্ট/এনটি/এআরই/অক্টোবর ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর