thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল 24, ৩ বৈশাখ ১৪৩১,  ৭ শাওয়াল 1445

ডিএসইতে ৬৪ শতাংশ কোম্পানির দর পতন

২০১৬ অক্টোবর ২৬ ১৫:৫৪:৪৫
ডিএসইতে ৬৪ শতাংশ কোম্পানির দর পতন

দ্য রিপোর্ট প্রতিবেদক : বুধবারের (২৬ অক্টোবর) লেনদেনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৩.৮০ শতাংশ কোম্পানির দর পতন হয়েছে। এছাড়া এদিন মঙ্গলবারের ন্যায় দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচক কমেছে। তবে সূচকের পাশাপাশি ডিএসইতে আর্থিক লেনদেন কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে। স্টক এক্সচেঞ্জ দুটির ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৩.৬৬ পয়েন্ট কমে ৪৬৫৮.২১ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন এ সূচক কমেছিল ১১.৮৩ পয়েন্ট। এদিকে ডিএসইতে ৫৯১ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন ছিল ৬০৯ কোটি ৪৪ লাখ টাকা।

বুধবার ডিএসইতে ৩২৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৭৫টি বা ২৩.০১ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ২০৮টি বা ৬৩.৮০ শতাংশ কোম্পানির দর কমেছে এবং ৩৭টি বা ১১.৩৫ শতাংশ কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডরিন পাওয়ারের শেয়ার। কোম্পানিটির ৩৭ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা কেডিএস এক্সেসরিজের ২১ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৮ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ। লেনদেনে এরপর রয়েছে- আমান ফিড, তিতাস গ্যাস, লংকাবাংলা ফাইন্যান্স, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, জেএমআই সিরিঞ্জ ও মিথুন নিটিং।

এদিকে বুধবার সিএসই’র সিএসসিএক্স সূচক ৫৫.৭২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৮৭০০.৮০ পয়েন্টে। যা আগের দিন কমেছিল ১৩.৫১ পয়েন্ট। এদিন সিএসইতে ৩৮ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন ছিল ৩৪ কোটি ৪২ লাখ টাকা।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪১টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ৫১টি’র, কমেছে ১৬৬টি’র এবং অপরিবর্তিত রয়েছে ২৪ টি’র।

(দ্য রিপোর্ট/আরএ/অক্টোবর ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর