thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

সুইস অ্যাম্বাসির সোশ্যাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড পেল টেনমিনিট স্কুল

২০১৬ অক্টোবর ২৬ ১৬:৪০:৪১
সুইস অ্যাম্বাসির সোশ্যাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড পেল টেনমিনিট স্কুল

দ্য রিপোর্ট ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ মোবাইলফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের সহযোগিতায় পরিচালিত দেশের সর্ববৃহৎ ডিজিটাল এডুকেশনপ্লাটফর্ম টেন মিনিট স্কুল সম্প্রতি অনুষ্ঠিত সীডস্টার ঢাকায় সুইস অ্যাম্বাসির সোশ্যাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড জয় করেছে।

শিক্ষাখাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্যটেন মিনিটস স্কুলসম্প্রতিএ পুরস্কার অর্জন করে।বিজয়ী টিমের হাতে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬ তে পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সুইজারল্যান্ড দূতাবাস, ঢাকার অর্থনীতি ও সংস্কৃতি বিভাগের প্রধা্ন ক্রিস্টোফার ফুক।

অনুষ্ঠানেআইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দরসিকদার এবং সফটওয়্যারপ্রস্তুত ও রপ্তানীকারদের প্রতিষ্ঠান বেসিসের সভাপতি মোস্তফা জব্বারউপস্থিত ছিলেন।

সব ধরণের শিক্ষার্থীর জন্য কোন রকমের বিনিময় মূল্য ছাড়াই শিক্ষামূলক কনটেন্ট সরবরাহ করার এ উদ্ভাবনী প্লাটফর্মটি গুণগত মানসম্পন্ন শিক্ষার বিকাশে কাজ করে যাচ্ছে।

সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান সীডস্টার ওয়ার্ল্ড বিশ্বব্যাপী ৬৫ টিরও বেশিসম্ভাবনাময় ও উন্নয়নশীল দেশে সীডস্টার স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতার আয়োজন করে। সারা বিশ্বের বিজয়ীস্টার্টআপদের নিয়ে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত সীডস্টার সামিটে প্রতিযোগিতা করার সুযোগ পাবে। বিজয়ী স্টার্টআপ বিজনেস ২০১৭ সালে অনুষ্ঠিতব্য সীডস্টার গ্লোবাল সামিটে প্রতিযোগিতা করার সুযোগ পাবে।

৯১০ টি ভিডিও টিউটোরিয়াল ও কয়েক হাজার কুইজ দিয়েসমৃদ্ধ টেন মিনিট স্কুলে ১ লাখ ৭৯ হাজারেও বেশি সাবসক্রাইবার রয়েছে। এর সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো লাইভ ক্লাস। ফেসবুকেপ্রতিদিন বাংলাদেশ সময়রাত ৮ টায় এই ক্লাসগুলো পরিচালনা করা হয়। লাইভ ক্লাসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৫৫ হাজারেরও বেশ শিক্ষাথী অংশ নিয়ে থাকেন।

(দ্য রিপোর্ট/এন/অক্টোবর ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর