thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

খেলতে পারবেন সাব্বির

২০১৬ অক্টোবর ২৬ ১৬:৪৫:২৭
খেলতে পারবেন সাব্বির

দ্য রিপোর্ট প্রতিবেদক : ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে এসে পেটে ব্যথা নিয়েই মাঠে নেমেছিলেন বাংলাদেশী অলরাউন্ডার সাব্বির রহমান। পেটে ব্যাথা থাকলেও সেদিন দারুণ এক ইনিংস খেলেছিলেন সাব্বির। অভিষেক টেস্টেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তিনি অপরাজিত থেকেছেন ৬৪ রানে। তারপরও বুঝতে দেননি পেটের ব্যাথা। ঢাকা ফিরে ব্যাথার কারণ খুঁজতে ডাক্তারের শরণাপন্ন হন সাব্বির। এন্ডোসকপির পর জানা গেছে, খেলার উপযোগী সুস্থ আছেন তিনি।

পেটে ব্যাথার কারণ খুঁজতে বুধবার (২৬ অক্টোবর) অ্যাপোলো হাসপাতালে অ্যান্ডোসকপি করাতে যান সাব্বির। তবে রিপোর্টে তেমন কোন বড় সমস্যা ধরা পড়েনি সাব্বিরের। গণমাধ্যমকে এমনটিই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) ফিজিও বায়েজিদ ইসলাম।

সাব্বিরের বর্তমান অবস্থা সম্পর্কে বায়েজিদ বলেছেন, ‘সাব্বির কয়েকদিন ধরে গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছিলেন। যে কারনে পেটে ব্যথা অনুভূত হচ্ছিল। চট্টগ্রামেই তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। ঢাকায় আসার পর পরই আমরা আবার অ্যাপোলোতে চিকিৎসকদের সঙ্গে কথা বলি। আজ (বুধবার) তার এন্ডোসকপি টেস্ট করানো হয়েছিল। আমরা যা সন্দেহ করেছিলাম, তেমন কোনও সমস্যা নেই। সাধারণ গ্যাস্টিকের সমস্যা, পেপটিক আলসারের সমস্যা।’

এদিকে ঢাকায় দ্বিতীয় টেস্টের জন্য ইতিমধ্যে অনুশীলন শুরু হয়েছে বাংলাদেশ দলের। প্রথম দিনের অনুশীলনে অংশ নিতে পারেননি সাব্বির। তবে ২৮ অক্টোবর(শুক্রবার) টেস্টের জন্য বৃহস্পতিবার আগের দিন অনুশীলন করবেন বলে জানা গেছে। এ ব্যাপারে বিসিবি ফিজিও বলেন, ‘চিকিৎসক কিছু পরামর্শ দিয়েছে, কোন কোন খাবার খেতে হবে। তার খাদ্যাভ্যাস কেমন হবে। আজ যেহেতু এন্ডোসকপি হয়েছে, অনুশীলনটা তাই বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার থেকে সাধারণ অনুশীলন শুরু করতে পারবেন সাব্বির। এখন ব্যথার মাত্রা একদম কম। ম্যাচের আগে সব ঠিক হয়ে যাবে।’

(দ্য রিপোর্ট/এজে/অক্টোবর ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর