thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

ইবিতে ছাত্রলীগের দু’গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া

২০১৬ অক্টোবর ২৬ ১৭:১২:৫০
ইবিতে ছাত্রলীগের দু’গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া

ইবি প্রতিনিধি : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (২৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ক্যাম্পাসের বিজ্ঞান অনুষদ ও আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

এতে ক্যাম্পাসের আবাসিক এলাকার শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও প্রক্টরিয়াল বডির নিয়ন্ত্রণে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিশ্ববিদ্যালয়ের সভাপতি গ্রুপের কর্মী সাদ্দাম হোসেন হল শাখার সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগরের নেতৃত্বে ১০-১২ জন বিজ্ঞান অনুষদ থেকে তাদের একজন কর্মীকে আবাসিক এলাকার দিকে ‘ধর ধর’ বলে ধাওয়া দেয়।

এ সময় তারা দৌড়িয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় চলে আসে। সেখানে বসে গিটারে গান বাজনা করছিল ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান মিজু গ্রুপের রিওন, শাহজামাল, যোবায়ের, অনিক, বিপুলসহ আরও কয়েকজন।

তারাও দিক বিদিক ছোটাছুটি করে পালিয়ে যায়। পরে সভাপতি গ্রুপের নেতা-কর্মীরা সাদ্দাম হোসেন হলের সামনে অবস্থান নেয়।

এ সময় সহ-সভাপতি গ্রুপের নেতা-কর্মীরা লাঠি নিয়ে একত্রিত হয়ে সভাপতি গ্রুপের নেতা-কর্মীদের ধাওয়া দিলে তারা দৌড়িয়ে সাদ্দাম হোসেন হলের ভিতরে গেট বন্ধ করে অবস্থান নেয়।

অপরদিকে মিজু গ্রুপের নেতা-কর্মীরা জিয়া হল মোড়ে অবস্থান নেয়। এতে ক্যাম্পাসের আবাসিক এলাকায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পুলিশ ঘটনা স্থলে এসে তাদের উভয় গ্রুপকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সভাপতি গ্রুপের কর্মী সাদ্দাম হোসেন হল শাখার সভাপতি মেহেদী হাসান নাঈম বলেন, ‘আমার সাধারন সম্পাদক সাগর ও কয়েকজন কর্মী ক্যাফেটেরিয়ায় আসলে আমাদের লক্ষ করে মিজু গ্রুপের কয়েকজন কর্মী বাজে মন্তব্য করে। এক পর্যায়ে আমাদের কয়েকজন কর্মী উত্তেজিত হলে তারা আমাদের ধাওয়া দেয়।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান মিজু বলেন- ‘সাদ্দাম হলের ছাত্রলীগের কয়েকজন কর্মী ক্যাম্পাস অস্থিতিশীল করতে একজন সাধারণ ছেলেকে ধাওয়া দেয়। সেখানে আমাদের ছেলেরা তাদের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় তারা আমাদের ছেলেদের নিয়ে বাজে মন্তব্য করে। এতে তারা উত্তেজিত হয়।’

প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান বলেন, ‘ছাত্রদের দু’গ্রুপের মাঝে সামান্য ঝামেলা হয়েছিল। তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে দু’গ্রুপের সঙ্গে বসে বিষয়টি সমাধান করে দিয়েছি। এখন ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

(দ্য রিপোর্ট/এসএস/অক্টোবর ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর