thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

হোসি কুনিও হত্যা মামলা বিশেষ জজ আদালতে

২০১৬ অক্টোবর ২৬ ১৭:১৩:৩৬
হোসি কুনিও হত্যা মামলা বিশেষ জজ আদালতে

রংপুর অফিস : রংপুরে জাপানি নাগরিক হোসি কুনিও হত্যা মামলা বিচারের জন্য রংপুরের বিশেষ জজ আদালতে পাঠানো হয়েছে।বুধবার (২৬ অক্টোবর) দুপুরে রংপুরের জেলা ও দায়রা জজ হুমায়ুন কবীর এ আদেশ প্রদান করেন।সরকার পক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট তফি জানান, খুব দ্রুত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণ শুরু হবে।

এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কারাগারে আটক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য ৪ আসামিকে আদালতে নিয়ে আসা হয়।

তাদের কাঠগড়ায় হাজির করার পর শুনানি শেষে বিজ্ঞ বিচারক মামলাটি বিচারের জন্য বিশেষ জজ আদালতে পাঠানোর আদেশ দেন।

২০১৫ সালের ৩ অক্টোবর সকালে রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারী গ্রামে জাপানি নাগরিক হোসি কুনিওকে গুলি করে নৃশংসভাবে হত্যা করা হয়।

এ ঘটনায় কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে জেএমবির সামরিক শাখার উত্তরাঞ্চলের প্রধান মাসুদ রানাসহ আটজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

এদের মধ্যে চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃতরা কারাগারে রয়েছে। বাকি চার আসামি এখনও পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে গ্রেফতারি ও ক্রোকি পরোয়ানা জারির পরেও আদালতে হাজির না হওয়ায় তাদের অনুপস্থিতিতেই বিচার কাজ শুরু হচ্ছে।

(দ্য রিপোর্ট/এসএসেএন/অক্টোবর ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর