thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

চৌগাছায় ব্যবসায়ীকে ফাঁসাতে গিয়ে পুলিশই ফেঁসে গেল

২০১৬ অক্টোবর ২৬ ১৭:২৪:১৫
চৌগাছায় ব্যবসায়ীকে ফাঁসাতে গিয়ে পুলিশই ফেঁসে গেল

যশোর অফিস : কৌশলে ব্যবসায়ীকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেছেন সিরাজুল ইসলাম নামে যশোরের চৌগাছা থানার এক এএসআই।

বুধবার (২৬ অক্টোবর) সোর্স পাঠিয়ে গোপনে ইয়াবা রেখে পরে ওই ব্যবসায়ী রাবন কুমারকে আটক করে আনছিল পুলিশ।

এ সময় রাবন নিজেকে নিরাপরাধ দাবি করে। স্থানীয়রা সিসি ক্যামেরা পরীক্ষার দাবি তুললে সোর্সকে নিয়ে পালাতে চেষ্টা করেন ওই এএসআই।

এতে জনরোষে পড়েন এএসআই সিরাজুল। কয়েকটি কিল-ঘুষি খেয়ে কোন মতে পালিয়ে আসেন তিনি।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে চৌগাছা বাজারের ‘সুপার ইলেকট্রিক এন্ড ভ্যারাইটিজ’র মালিক রাবন কুমার দোকানে ছিলেন। কিন্তু সুযোগ বুঝে এএসআই সিরাজুলের এক সোর্স ওই দোকানে ১০ পিস ইয়াবা রেখে যান।

এর পর পরই এএসআই সিরাজুল ওই দোকানে তল্লাশী চালিয়ে ইয়াবা উদ্ধার করে এবং রাবনকে আটক করে নিয়ে যেতে চান।

এ সময় রাবন নিজেকে নির্দোষ দাবি করতে থাকেন। তার চিৎকারে স্থানীয় ব্যবসায়ীসহ সাধারণ জনগণ এসে যায়। তখন জনতা তার দোকানের সিসি ক্যামেরা পরীক্ষার দাবি তোলে।

এমন দাবি ওঠার সঙ্গে সঙ্গে রাবনকে ছেড়ে দিয়ে এএসআই সিরাজুল তার সোর্সকে নিয়ে চলে যেতে চান। এতে উপস্থিত জনতা তাদের ওপর চড়াও হয়। তবে দ্রুত তারা গাড়িতে করে চলে যান।

এ ঘটনার পর চৌগাছা শহর উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ওই পুলিশ কর্মকর্তার শাস্তির দাবিতে বিক্ষোভ করতে থাকেন।

এক পর্যায়ে স্থানীয় পৌরসভার মেয়র নুর উদ্দিন আল মামুন হিমেল ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এবাদৎ হোসেন ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান বলেন, ‘এমন ঘটনার কথা আমি শুনেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

(দ্য রিপোর্ট/এসএস/অক্টোবর ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর