thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনে লড়ছে ৫০ জন

২০১৬ অক্টোবর ২৬ ১৮:৫৬:১৩
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনে লড়ছে ৫০ জন

বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান), বিএসসি এবং বিবিএ ভর্তি রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হয়েছে ২৫ অক্টোবর।

এবারের ভর্তি পরীক্ষায় ৬টি অনুষদভুক্ত ২১টি ইউনিটে ১২শ ৩০টি আসনের বিপরীতে আবেদন করেছে ৬১ হাজার ৫৭৭ জন পরীক্ষার্থী। প্রতিটি আসনের বিপরীতে গড়ে লড়ছে প্রায় ৫০ জন শিক্ষার্থী। বি ইউনিটে সর্বোচ্চ ১৫ হাজার ৯৪৫টি এবং এফ ইউনিটে সর্বনিম্ন ৫ হাজার ৫৫০ টি আবেদন জমা পড়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে জানা যায়, এ ইউনিটে ১৯৫ জনের বিপরীতে রেজিস্ট্রেশন ফরম তুলেছে ১৩ হাজার ২৯৬ জন, সেখানে প্রতি আসনে লড়বে ৬৮ জন। বি ইউনিটে ৩৪৫ টি আসনের বিপরীতে রেজিস্ট্রেশন করেছে ১৫ হাজার ৯৪৫ জন, সেখানে প্রতি আসনে লড়বে ৪৬ জন। সি ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৮ হাজার ৯৩ জন, সেখানে প্রতি আসনে লড়বে ৩৮ জন। ডি ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে রেজিস্ট্রেশন করেছে ১০ হাজার ৪১৮ জন, সেখানে প্রতি আসনে লড়বে ৪৩ জন। ই ইউনিটে ৯০ টি আসনের বিপরীতে আবেদন করেছে ৮ হাজার ২৭৫ জন, এখানে প্রতি আসনে লড়বে ৯২ জন এবং এফ ইউনিটে ১২০ টি আসনের বিপরীতে আবেদন করেছে মোট ৫ হাজার ৫৫০ জন পরীক্ষার্থী, এখানে প্রতি আসনে লড়বে ৪৬ জন। আগামী ১৩ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ভর্তি রেজিস্ট্রেশনের সময় নির্ধারণ করা হয়েছিল।

(দ্য রিপোর্ট/এমএইচএ/অক্টোবর ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর