thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

মুন্সীগঞ্জে মোকামখোলা খালে দলিল লেখকের বালু ভরাট

২০১৬ অক্টোবর ২৬ ১৯:০২:৩৪
মুন্সীগঞ্জে মোকামখোলা খালে দলিল লেখকের বালু ভরাট

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার মারিয়ালয় গ্রাম সংলগ্ন মোকামখোলা খাল দখল করে নিচ্ছে সাব রেজিষ্ট্রার অফিসের এক দলিল লেখক। তার নাম মনির সরদার। ইতোমধ্যে খালের একাংশ বালু ভরাট করে চলছে দোকান ঘর নির্মাণ।

সরেজমিনে টঙ্গিবাড়ি উপজেলার ধীপুর ইউনিয়নের মারিয়ালয় গ্রাম ঘুরে বালু ভরাটের মধ্য দিয়ে খালটি দখল করে দোকান নির্মাণের চিত্র পাওয়া গেছে। খালের আরেক অংশে নিজস্ব পাকা ঘাট নির্মাণ করার চিত্রও দেখা গেছে।

টঙ্গিবাড়ি উপজেলার সাব রেজিষ্ট্রার অফিসের দলিল লেখক মনির সরদার বলেন, আমি জনগনের জন্য খালের একাংশে পাকা ঘাট নির্মাণ করেছি। আর যে অংশে বালু ভরাট করেছি এবং দোকান ঘর নির্মান করেছি- সেটি খালের জায়গা হলে অবশ্যই দোকান ঘর ও ভরাট করা বালু সরিয়ে নেব।

স্থানীয়রা জানায়, মুন্সীগঞ্জ সদরের বন্দর নগরী মীরকাদিম থেকে টঙ্গিবাড়ি উপজেলার দিঘীরপাড় হয়ে পদ্মা নদীতে নৌ-যোগাযোগের অন্যতম মাধ্যম এই মোকামখোলা খাল। কাজেই এটি ভরাট হয়ে গেলে নৌ-পথটি বন্ধ হয়ে যাবে।

এ ব্যাপারে টঙ্গিবাড়ি সহকারি কমিশনার (ভূমি) আবেদা আফসারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।

(দ্য রিপোর্ট/এসএস/অক্টোবর ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর