thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

বাংলাদেশিকে ৪ দিনপর ফেরৎ দিলো বিএসএফ

২০১৬ অক্টোবর ২৬ ২০:৪২:২০
বাংলাদেশিকে ৪ দিনপর ফেরৎ দিলো বিএসএফ

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বীরেন্দ্রনগর বিওপি’র কাছে মনসুর আলী (৫০) নামের এক বাংলাদেশিকে ৪ দিন পর ফেরৎ দিলেও ৯টি গরু ফেরৎ দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে সুনামগঞ্জ-২৮ বিজিবি’র বীরেন্দ্রনগর বিওপি’র জোয়ানদের কাছে ফেরৎ দেয় বিএসএফ। মনসুর আলী জেলার ধর্মপাশা উপজেলার বংশিকুন্ডা ইউনিয়নের বাঙ্গালভিটা মাঝেরছড়া গ্রামের মৃত সাজেদ আলীর ছেলে।

সুনামগঞ্জ-২৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ পিএসসি দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত রবিবার জেলার ধর্মপাশা উপজেলার বাঙ্গালভিটা সীমান্ত এলাকায় ৯টি গরু চড়াতে যান মনসুর আলী। এ সময় ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ ৯টি গরুসহ তাকে ধরে নিয়ে যায়। পরে সুনামগঞ্জ-২৮ বিজিবি মনসুরকে ফেরৎ আনতে বিএসএফ’র ৬৫ ব্যাটালিয়নে চিঠি পাঠায়। এর পরিপ্রেক্ষিতে মনসুরকে ফেরৎ দিলেও ৯টি গরু ফেরৎ দেয়নি।

লে. কর্নেল নাসির উদ্দিন আরো জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিজিবি ও বিএসএফ’র ব্যাটালিয়ান পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এপি/অক্টোবর ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর