thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

হংকংয়ের ‘কফিন অ্যাপার্টমেন্ট’

২০১৬ অক্টোবর ২৭ ০৯:৩০:৫৮
হংকংয়ের ‘কফিন অ্যাপার্টমেন্ট’

দ্য রিপোর্ট ডেস্ক : বিশ্বের সবচেয়ে ছোট এবং দামী বাড়ির জন্য হংকং বেশ পরিচিত। তবে সম্প্রতি সেখানকার এক ব্যবসায়ী আধুনিক ডিজাইনের অ্যাপার্টমেন্টের সুবিধা দিচ্ছেন।

বিবিসির খবরে বলা হয়, ওই ব্যবসায়ীর পরিচয় করে দেওয়া অ্যাপার্টমেন্ট 'কফিন অ্যাপার্টমেন্ট' নিয়ে আলোচনা-সমালোচনার ঝড়ও উঠেছে দেশটিতে।

চীনের সাই ইয়েং পুন জেলার মাত্র দশটি 'স্পেস ক্যাপসুল' ইউনিট তৈরি হয়েছে, যে ঘরগুলোর মাপ চব্বিশ স্কয়ার ফুট। এগুলোর প্রতিটির জন্য মাসে ৬৫৮ ডলার করে দিতে হবে।

স্থানীয় রিয়েল এস্টেট ব্যবসায়ী বলছেন প্রতিটি ঘরে টেলিভিশন, এসি সুবিধা রয়েছে।

তবে এই 'স্পেস ক্যাপসুল' এর পরিচিতি ঘটানোর পর অনেকে বলছেন এটি কফিনে থাকার বিষয়টিকে সামনে নিয়ে আসছে এবং বাড়ির মালিককে বিবেকবর্জিত বলেও উল্লেখ করছেন অনেকে।

কিন্তু অনেকে আবার বলছেন এই অ্যাপার্টমেন্ট 'স্পেসে' অর্থাৎ মহাকাশে থাকার অনুভূতি তৈরি করবে।

(দ্য রিপোর্ট/এআরই/এনআই/অক্টোবর ২৭, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর